80W ফাস্ট চার্জিং ও 778G সাথে 25 আগস্ট চায়নাতে লঞ্চ হতে চলেছে iQOO Z6

HIGHLIGHTS:

  • iQOO Z6 স্মার্টফোন আগামী 25 আগস্ট লঞ্চ হতে চলেছে চায়নাতে
  • থাকছে Snapdragon 778G প্রসেসর
  • 80W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি

আজ iQOO কোম্পানির থেকে অফিসিয়াল ভাবে কনফার্ম হল আগামী 25 আগস্ট চায়নার বাজারে দুর্দান্ত ফিচারের সাথে লঞ্চ হতে চলেছে iQOO Z6 স্মার্টফোন। কোম্পানি iQOO Z6 স্মার্টফোনের ডিজাইন সবার সামনে তুলে ধরেছে তাদের অফিসিয়াল পোষ্টারের মাধ্যমে। অফিসিয়াল ঘোষণা হবার কিছু ঘণ্টা পর চায়নার টেলিকম ওয়েবসাইটে এই ফোনের সমস্ত specifications এবং ফিচার ফাঁস হয়ে গিয়েছে।

iQOO Z6

চায়নাতে লঞ্চ হতে চলা iQOO Z6 ভারতের মার্কেটে iQOO Z6 স্মার্টফোনের থেকে পুরোপুরি আলাদা। টেলিকম ওয়েবসাইটে সমস্ত স্পেক্স লিক হবার পর বোঝা যাচ্ছে যে এই স্মার্টফোন ভারতের iQOO Z6 Pro স্মার্টফোনের থেকেও পুরোপুরি আলাদা। চায়না iQOO Z6 ডিভাইসের মডেল নম্বর V2220A।

চায়না iQOO Z6 স্মার্টফোনে থাকছে 6.4 ইঞ্চির একটি punch hole cutout সাথে 2388*1080 পিক্সেলের ডিসপ্লে। ফোনকে পাওয়ার দেওয়ার জন্য আছে কোয়ালকমের থেকে Qualcomm Snapdragon 778G পাওয়ারফুল mid-range প্রসেসর। স্মার্টফোনটি হবে 8.59mm thickness এবং 194 গ্রাম ওজন বিশিষ্ট সুন্দরতম ডিজাইন।

আরও পড়ুন: 7700 mAh ব্যাটারি ও 2K ডিসপ্লের সাথে ভারতে লঞ্চ হল Motorola Tab G62

iQOO Z6 স্মার্টফোনে তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ ব্যাবহার করা হবে বলে জানা যাচ্ছে। প্রথমটি 64MP প্রাইমারি ক্যামেরা, 2MP ডেপথ ক্যামেরা এবং এছাড়াও আরেকটি 2MP ম্যাক্রো ক্যামেরার সেটআপ থাকবে। আর সামনে সেলফির জন্য 8MP punch hole cutout সহ সেলফি ক্যামেরা থাকবে।

আরও পড়ুন: 120Hz রিফ্রেশ রেট ও 50MP GN5 ক্যামেরা সেন্সর নিয়ে বাজারে আসল iQOO 9T 5G

80W ফাস্ট চার্জিং সহ 5000 mAh বিশাল ব্যাটারি, 3.5mm হেডফোন jack, USB type C পোর্ট, WiFi, Android 12, bluetooth, NFC, এবং পাশে ফিঙ্গারপ্রিন্ট সাথে 5G connectivity সাপোর্ট। ফোনটি লঞ্চ হবে তিনটি কালারের সাথে, একটি গোল্ডেন অরেঞ্জ, black jade, star sea এই তিনটি কালার থাকবে iQOO Z6 চায়না মডেলে।

আরও পড়ুন: এই প্রথম 50MP OIS+EIS ও Snapdragon 8 Plus Gen 1 সাথে লঞ্চ হল Lenovo Y70 35 হাজারে। থাকছে আরও সেরা ফিচার

iQOO Z6 চায়নাতে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সাথে লঞ্চ হতে চলেছে। একটি 8GB+128GB, 8GB+256GB এবং 12GB+256GB স্টোরেজ অপশনের সাথে। 1899 yuan, 2099 yuan এবং 2299 yuan টাকা।

মন্তব্য করুন