সম্প্রীতি এক খবর থেকে জানতে পারা গেল জিও কোম্পানি তাদের ৫জি আরো ২০টি শহরে চালু করলো। অসাম থেকে শুরু করে উত্তর প্রদেশের বিভিন্ন শহরে Jio 5G চালু হল। এর আগে জিও ৫জি দিল্লি থেকে মুম্বাই মোট ২৫৭ টি শহরে জিও ৫জি চালু ছিল। কিন্তু এবার আরো ২০টি শহরে পাওয়া যাবে জিও ৫জি পরিষেবা। Assam এর Bongaigaon, North Lakhimpur, Sivasagar, Tinsukia ও Bihar এর Katihar, Bhagalpur এর সমস্ত জায়গায় এখন থেকে পাওয়া যাবে ৫জি পরিষেবা। দেখুন কোন কোন ২০টি শহরে পাওয়া যাবে Jio 5G পরিষেবা।
Jio 5G চালু হল এই ২০টি শহরে
এখন ২০টি শহরে জিও ৫জি লঞ্চ হওয়ার পর সর্বমোট ২৭৭টি শহরে পাওয়া যাবে ৫জি পরিষেবা। Assam এর Bongaigaon, North Lakhimpur, Sivasagar, Tinsukia ও Bihar এর Katihar, Bhagalpur ও গোয়ার Mormugao, গুজরাটের Gandhidham, Daman & Diu এর Diu, ঝাড়খণ্ডের Hazaribag, Deoghar, Bokaro Steel City এবং কর্ণাটকের Raichur শহরে পাওয়া যাবে এই পরিষেবা।
Jio 5G rolls out 5G in 20 more cities.
Assam – Bongaigaon, North Lakhimpur, Sivasagar, Tinsukia
Bihar – Katihar, Bhagalpur
Goa – Mormugao
Gujarat – Gandhidham
Daman & Diu – Diu
Jharkhand – Hazaribag, Deoghar, Bokaro Steel City
Karnataka – Raichur
(1/2)
— Abhishek Yadav (@yabhishekhd) February 21, 2023
Assam | Bongaigaon, North Lakhimpur, Sivasagar, Tinsukia |
Bihar | Katihar, Bhagalpur |
Goa | Mormugao |
Gujarat | Gandhidham |
Daman & Diu | Diu |
Jharkhand | Hazaribag, Deoghar, Bokaro Steel City |
Karnataka | Raichur |
Madhya Pradesh | Satna |
Maharashtra | Chandrapur, Ichalkaranji |
Manipur | Thoubal |
Uttar Pradesh | Muzaffarnagar, Firozabad, Faizabad |
এছাড়াও মধ্য প্রদেশের Satna, মহারাষ্ট্রের Chandrapur, Ichalkaranji, মণিপুরের Thoubal এবং উত্তর প্রদেশের Muzaffarnagar, Firozabad, Faizabad এই সমস্ত জায়গায় পাওয়া যাবে ৫জি পরিষেবা।
প্রতিদিন নতুন নতুন Bangla Tech News পেতে আমাদের Google News পেজ সাবস্ক্রাইব করুন এবং Twitter Page ও Facebook Page লাইক করুন। এখানে আমরা প্রতিদিন, নতুন মোবাইল নিউজ, টেক নিউজ, লটারি নিউজ এবং ট্রেন্ডিং নিউজ দিয়ে থাকি।