গত বছর সেপ্টেম্বর মাসেই লঞ্চ হয়েছিল iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max চারটে ভ্যারিয়েন্ট। আইফোন ১৪ মডেলে ছিল XDR সুপার রেটিনা ডিসপ্লে, ১২ মেগা পিক্সেলের অটো ফোকাস সহ সামনের ক্যামেরা, আইপি৬৮ রেটিং ইত্যাদি ফিচার। কিন্তু এবার iPhone 14 Plus স্মার্টফোনে পাওয়া যাচ্ছে ₹১০,০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে JioMart’s Mobiles and Electronics Fest কোম্পানি। এই অফার আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এখানে iPhone থেকে MacBook সবকিছুতে থাকছে দুর্দান্ত ছাড়। আর আপনার কাছে Bank of Baroda, Federal Bank, and IDBI Bank এর ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড থাকলে পেয়ে যাবেন আরো ১০% ছাড়।
১২৮ জিবি স্টোরেজ সহ iPhone 14 Plus মোবাইলের বর্তমান বাজারে দাম চলছে ₹৮৯,৯০০ টাকা কিন্তু জিওমার্ট ও ইলেকট্রনিক ফেস্ট থেকে আপনি কিনতে পারবেন সোজা ১২% ছাড়ে মাত্র ₹৭৮,৯০০ টাকায়। আর ২৫৬ জিবি স্টোরেজ সহ iPhone 14 Plus দাম চলছে ₹৯৯,৯০০ টাকা কিন্তু এখান থেকে আপনি সোজা ₹৮৮,৯০০ টাকায় কিনতে পারবেন।
Apple কোম্পানি আইফোন ১৪ প্লাস ফোনটিকে নীল, মিড নাইট, পার্পল এবং স্টারলাইট রঙে বিক্রি করছে। এই ডিভাইসে ডিসপ্লে হিসাবে আছে ৬.৭ ইঞ্চির ৪৬০ পিক্সেল ও ৪৫৮ ppi এর সুপার রেটিনা XDR ডিসপ্লে, অ্যাপল A১৫ বায়োনিক চিপ, ১২৮+২৫৬+৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, ১২ মেগাপিক্সেল উইড এঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা উইড এঙ্গেল ক্যামেরা, এছাড়াও এই ডিভাইসে ৪k ৬০ fps ভিডিও শুট করার অপশন আছে।
JioMart ও ইলেকট্রনিক ফেস্ট এ iPhone 13 ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন ₹৬১,৪৯০ টাকায়, যেটির দাম বাজারে ₹৬৯,৯০০ টাকা। এছাড়াও ৮জিবি রেম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট M2 MacBook Air পেয়ে যাবেন ₹১,০৪,৯৯৯ টাকায়, যেটির বর্তমান দাম ₹১,১৯,৯৯৯ টাকা।