18 GB RAM সহ Lenovo Legion Series নতুন দুটি gaming Smartphone launched করতে চলেছে।

বিভিন্ন লিক থেকে জানা যাচ্ছে Lenovo Legion Phone 3 এবং Lenovo Legion Phone 3 Pro তে থাকবে 18GB RAM সহ আরও অনেক সব gaming ফিচার।

Lenovo Legion

Lenovo নতুন গেমিং ফোন Legion Phone 3 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ হবে বলে জানা যাচ্ছে। যার মধ্যে একটি Legion Phone 3 Elite ও অন্যটি Legion Phone 3 Pro, এই দুটি ফোনের লিকের তথ্য গুলি একজায়গায় করলে দেখা যায় যে এই দুটি ফোনেই থাকবে 6.92-inch Display, 5600mAh ব্যাটারি এবং সাথে থাকবে powerful Snapdragon 8 Gen 1 SoC.দুটি ফোনেই গেমিং এর দিক থেকে ফিচারগুলো একই থাকবে, যেমন চারটি ultrasonic shoulder buttons থাকবে। বিভিন্ন লিকার দের মতে 2022 সালের January মাসে যে ছবিটি লিক হয়েছে সেটি Lenovo Legion 3 সিরিজের কোনো একটি ফোন, যার codename Diablo. Lenovo সম্ভবত দুটি ফোন লঞ্চ করার প্ল্যান করছে। সম্ভবত এটি Lenovo Legion Y90 ফোনের ছবি যেটি কিছুদিন আগে Lenovo company tease করেছিল।

Lenovo Legion phone Display: Lenovo company 2021 সালে এপ্রিল মাসে ফ্লাগশিপ গেমিং স্মার্টফোন Legion Duel ও Duel 2 লঞ্চ করেছিল। লিকার Blass এর মতে লেনোভোর আপকামিং গেমিং ফোন Legion Phone 3 Elite ও Legion Phone 3 Pro তে থাকবে Snapdragon 8 Gen 1 SoC ও সাথে থাকবে একটি pixelworks-tuned ডিসপ্লে। সূত্র থেকে জানা যাচ্ছে এই ফোন দুটিতে থাকবে 6.92inch AMOLED প্যানেল এর সাথে 144Hz refresh ও 720 Hz touch sampling রেট। এই display তে ব্রাইটনেস হিসাবে দেওয়া হবে 1,300 nits, সম্ভবত আপকামিং  স্যামসাং স্মার্টফোন S22 Ultra এর মত।

Battery: Evan Blass আরও জানিয়েছে Legion Phone 3 সিরিজে 68 W fast charging সহ 2,800mAh+2,800mAh Duel battery থাকবে।

Google Pixel 6a কি ভারতে আসবে? 

Camera: এই ফোনের ক্যামেরা থাকবে একটি 64 MP প্রাইমারি ক্যামেরা, 13 MP সেকেন্ডারি ক্যামেরা এবং 16 MP এর একটি front ফেসিং ক্যামেরা।

Gaming Features: Lenovo Legion সিরিজের ফোনগুলো গেমিং এর দিক থেকে বেশি অপটিমাইজড করা হয় তাই এই ফোন গুলিতে অনেক বেশি বেশি গেমিং features দেখা যায়।এই ফোনের গেমিং features গুলি নিচে দেওয়া হলো। 4x ultrasonic shoulder buttons, 2x rear capacitive বাটনস, 2x onscreen force বাটন, 2x HaptiX vibration মোটরস, 2x fans, 2x dolby atmos- certified স্পিকার, 4x microphones, Front এবং rear lightings

Legion Phone 3 Storage: Lenovo Legion Phone 3 Elite থাকবে 12GB LPDDR 5 RAM / 256 GB UFS 3.1 flash storage। Lenovo Legion Phone 3 Pro থাকবে 12 GB LPDDR5 RAM / 256 GB UFS 3.1 flash storage। Lenovo Legion Phone 3 Pro আর একটি ভ্যারিয়েন্ট থাকবে 18 GB LPDDR5 RAM / UFS 3.1 flash storage এবং 128 GB SSD.

মন্তব্য করুন