এই প্রথম 50MP OIS+EIS ও Snapdragon 8 Plus Gen 1 সাথে লঞ্চ হল Lenovo Y70 35 হাজারে। থাকছে আরও সেরা ফিচার

HIGHLIGHTS:

  • Lenovo Legion Y70 স্মার্টফোনে থাকছে Snapdragon 8 Plus Gen 1
  • 144Hz রিফ্রেশ রেট সম্পূর্ণ অ্যামোলেড ডিসপ্লে
  • 50MP OIS + EIS ক্যামেরা সেন্সর
  • 68W ফাস্ট চার্জিং সহ 5100mAh ব্যাটারি

19 আগস্ট 2022: আজ চায়নায় lenevo তাদের নতুন Lenovo Legion Y70 স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। অনেকদিন হল লেনোভো তেমন কোনো ভালো স্মার্টফোন লঞ্চ করেনি। এবার হটাৎ করে লেনোভো তাদের Legion সিরিজের Lenovo Legion Y70 স্মার্টফোনটি অসাধারণ ফিচারের সাথে অত্যন্ত কম দামে লঞ্চ করলো। এবার একে একে সমস্ত ফিচারগুলো জানবো।

ডিসপ্লে, ডিজাইন ও কালার: Lenovo Legion Y70 স্মার্টফোনে 144HZ রিফ্রেস রেটের সাথে 6.67 ইঞ্চির একটি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে আছে। সাথে HDR 10+ সাপোর্ট, 1080*2400 পিক্সেল এবং সর্বোচ্চ 1000nits সর্বোচ্চ ব্রাইটনেস সাপোর্ট। 7.99mm থিকনেশের সাথে 209 গ্রাম ওজন বিশিষ্ট অ্যান্ড্রয়েড 12 এবং ZUI 14 সাপোর্ট। এছাড়াও Ice White, Titanium grey এবং Flame Red কালার অপশনের সাথে লঞ্চ হয়েছে চায়নায়।

চিপসেট, RAM ও স্টোরেজ: Lenovo Legion Y70 স্মার্টফোনে কোয়ালকমের থেকে সবথেকে শক্তিশালী প্রসেসর Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট। সাথে LPDDR5 RAM সাপোর্ট ও UFS 3.1 স্টোরেজ সাপোর্ট । এছাড়াও 10 layer যুক্ত VC লিকুইড কুলিং সিস্টেম ব্যাবহার হয়েছে।

ক্যামেরা ও ব্যাটারি: Lenovo Legion Y70 থাকছে 50MP OIS ও EIS সাপোর্ট সাথে প্রাইমারি ক্যামেরা এবং 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সাথে আরও একটি 2MP ডেপথ ক্যামেরা সেন্সর। আর সামনে আছে 16MP সেলফি ক্যামেরা। আর ব্যাটারি 68W ফাস্ট চার্জিং সহ 5100mAh একটি বিশাল ব্যাটারি আছে।

দাম ও অন্যান্য ফিচার: অন্যান্য ফিচারের মধ্যে আছে dolby atmos, ডুয়াল স্টেরিও স্পিকার, X axis linear motor, WiFi 6, NFC, ব্লুটুথ 5.2 লিকুইড কুলিং সিস্টেম ইত্যাদি সমস্ত ফিচার। 8GB+128GB স্টোরেজের দাম রাখা হয়েছে ₹35,000 টাকা, 12GB+256GB ভ্যারিয়েন্ট দাম ₹39.5 হাজার প্রায় 40 হাজার টাকা এবং 16GB+512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম রাখা হয়েছে 50 হাজার টাকা।

আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।

মন্তব্য করুন