স্মার্টফোনের বাজার এখন বলেতে গেলে খুব ডিমান্ড চলছে। এখন কোম্পানি ঘন ঘন স্মার্টফোন লঞ্চ করছে। একে অপরের সাথে কম্পিটিশন দিতে দিতে বছর পার হয়ে যাচ্ছে।
কোনো কোম্পানি তাদের নিদ্রিষ্ট একটি সিরিজের স্মার্টফোনের উপর জোর না দিয়ে ঘন ঘন অন্যান্য স্মার্টফোন লঞ্চ করছে। এর ফলে আগের মত তেমন আর উন্নত মনের অপটিমাইজ স্মার্টফোনের দেখা খুবই কম দেখা যাচ্ছে।
এই Lenovo Savior Legion Y70 স্মার্টফোনটি আগামী আগস্ট মাসেই আসতে চলেছে।
Display: এই ফোনে 6.67 ইঞ্চির একটি OLED স্ক্রীন এর সাথে 2400*1080 পিক্সেলের একটি ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। এছাড়াও 120Hz রিফ্রেশ রেট তো থাকবেই । তার সাথে OLED স্ক্রীনে মুভি কিংবা অন্যান্য ভিডিও দেখার মজাটাই আলাদা ।
Camera: 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর সম্পূর্ণ তিনটি ক্যামেরা থাকবে। সম্ভবত F1.8 আপার্টার এর হবে লেন্সটি । এছাড়াও nightmode, HDR, ZOOM, NIGHT ফটোগ্রাফি, 4k ভিডিও রেকর্ডিং ইত্যাদি সমস্ত ফিচার থাকবে।
RAM এবং স্টোরেজ: Lenovo Savior Y70 ফোনে কোয়ালকম এর তরফ থেকে Qualcomm Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া 16GB RAM এবং 512 GB স্টোরেজ সাপোর্ট দেওয়া হয়েছে।
Battery: Lenovo Savior Y70 ফোনে 67W ফাস্ট চার্জিং সহ 4880mAh ব্যাটারি ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।
এই ফোনের থিকনেশ 7.99mm এবং ওয়েট 205 গ্রাম। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । গ্রে কালার এবং সিলভার কালারের সাথে এই ফোনটি আসবে বলে জানা যাচ্ছে।