বছরের শুরু হতেই ফেসবুক ঘোষণা করলো টুইটারের মত টাকা দিয়ে blue tick কেনার সুযোগ। মার্ক জুকাবর্গের এক মেসেজ থেকে স্পষ্ট হয় যে, এবার তাদের কর্মীরা টুইটারের মতো এক নতুন ফিচারে কাজ করছে। সম্প্রীতি বিখ্যাত ইউটিউবার Marques Brownlee তার টুইটার হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে কনফার্ম জানান এখন থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দেশে এই মেটা ব্লু টিক কেনার সুযোগ শুরু হয়ে গিয়েছে এবং আগামীতে অন্যান্য দেশে আসতে চলেছে। চলুন এবার জেনে নিন এই Meta Verified করতে কত টাকা লাগবে অ্যান্ড্রয়েড ও iOS ডিভাইসে এবং কবে থেকে ভারতে শুরু হবে।
Mark Zuckerberg এর মেসেজ থেকে কনফার্ম হল Meta Verified
Marques Brownlee টুইট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মার্ক জাকারবার্গ একটি মেসেজ করে জানাচ্ছেন যে, “এই সপ্তাহে একটি নতুন প্রোডাক্ট ঘোষণা করা হয়েছে যেটি হল Meta Verified – এটা সাবস্ক্রাইব করে ইউজার তাদের একাউন্টকে সরকারের আইডির সাথে ভেরিফাই করে একটি ব্লু টিক কিনতে পারবে এবং তাদের একাউন্ট আরো বেশি প্রোটেক্ট থাকবে অর্থাৎ এখন এর একাউন্ট চুরি হবে না এবং প্রতিনিয়ত কাস্টমার সার্ভিস পেতে থাকবে।“
12 bucks a month to be verified on Facebook… I wonder if people will keep that same Twitter Blue outrage energy 😅 pic.twitter.com/ZPJsIHBerO
— Marques Brownlee (@MKBHD) February 19, 2023
ফেসবুক ব্লু টিক কিনতে কত টাকা দিতে হবে?
Mark Zuckerberg জানান, “এই নতুন ফিচার তাদের সিকিউরিটি ও অথেনটিক আরো বাড়িয়ে তুলবে। ওয়েব এর জন্য meta verified হচ্ছে প্রত্যেক মাসে শুধু $11.99 এবং iOS এর জন্য প্রত্যেক মাসে $14.99 টাকা। এখন এই নতুন ফিচার এই সপ্তাহে অস্ট্রেলিয়া ও নিজিল্যান্ডে চালু করবো এবং অন্যান্য দেশে খুব দ্রুত লঞ্চ করবো।”
মার্ক জুকারবার্গের এই কথা থেকে বোঝা যাচ্ছে তাদের এই ব্লু টিক ভেরিফাই খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে। এখন শুধু দেখার টুইটারের মতো ফেসবুকও কতটা সফলতা পায় টাকা দিয়ে ব্লু টিক কেনার দৌড়ে।