এবার Moto G32 ফোনের সমস্ত specs লিক হয়ে আসলো

আজ 25 জুলাই কিছু লিকার দের কাছ থেকে Moto G32 ফোনের রেন্ডার, দাম এবং সমস্ত ফিচার অনলাইন বার হয়ে আসলো। চলুন জেনে নিই এই ফোনের দাম, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা সিস্টেম, ডিজাইন, ব্যাটারি, স্টোরেজ আরো অনেক কিছু সম্পর্কে।

Moto G32 ফোনে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে দেওয়া থাকবে সাথে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট। এছাড়াও পিছনে তিনটি ক্যামেরা সেন্সর ব্যাবহার করা হবে। প্রথমটি 50Mp এর একটি প্রাইমারি ক্যামেরা সেন্সর, আরেকটি 2 এমপি এর ক্যামেরা সেন্সর এবং সর্বশেষে 2mp এর ক্যামেরা ম্যাক্রো কিংবা ডেপথ সেন্সর।

সাথে থাকবে 3GB RAM এবং 32GB স্টোরেজ সাপোর্ট। 33w ফাস্ট চার্জিং সহ 5000mAh এর একটি ব্যাটারি থাকবে। আর প্রসেসর হিসাবে UNISOC T606 প্রসেসর দেওয়া থাকবে। আরও অন্যান্য কিছু ফিচার যেমন এই ফোনটি দুটি  লাল এবং কালো কালারের সাথে লঞ্চ হবে। সাথে 3.5mm হেডফোন জ্যাক, সিঙ্গেল fire স্পিকার বাটন।

এবার প্রাইস নিয়ে কথা বলি, এই ফোনটি ইউরোপের দাম ভারতীয় টাকায় প্রায় ₹18,680 টাকা। যা শুনে অত্যন্ত over price মনে হচ্ছে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ইউরোপের থাকে আমাদের ভারতীয় বাজারে মোবাইল ফোনের দাম অনেক কম হয়।

মন্তব্য করুন