সম্প্রীতি কয়েকমাস আগেই লঞ্চ হয়েছিল মটোরোলা কোম্পানির মিড রেঞ্জ স্মার্টফোন Moto G62। ফোনটি লঞ্চের সাথে কেরে ছিল অনেক ইউজারের মন। ফোনটি একদিকে যেমন আছে স্টক অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স অন্যদিকে আছে স্নাপড্রাগন কোম্পানির পাওয়ারফুল ৬৯৫ চিপসেট। ফোনটি এখন ফ্লিপকার্ট এ ৫০০০ টাকা ছাড় দেখাচ্ছে। তবে বর্তমানে এখন ফোনটির দাম কত? জেনে নিন
Moto G62 স্মার্টফোনের নতুন দাম ও অফার
২০২২ সালের আগস্ট মাসে লঞ্চ হয়েছিল Moto G62 স্মার্টফোনটি। তখন ৬ জিবি RAM সহ স্মার্টফোনের দাম রাখা হয়েছিল ১৭,৯৯৯ টাকা এবং ৮ জিবি RAM সহ স্মার্টফোনের দাম রাখা হয়েছিল ₹১৯,৯৯৯ টাকা। কিন্তু এখন ফ্লিপকার্ট এ ৬ জিবি RAM ভ্যারিয়েন্ট দাম ₹২০০০ টাকা ছাড়ে এবং ৮ জিবি রেম ভ্যারিয়েন্ট দাম রাখা হয়েছে ₹১৭,৯৯৯ টাকা।
Moto G62 স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে: মটোরোলার এই স্মার্টফোনে আছে একটি ৬.৫৫ ইঞ্চির ১২০ হার্টস রিফ্রেস রেট সম্পূর্ণ ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। সাথে দুর্দান্ত ইউনিক ডিজাইন ইউজারের মন জয় করেছে। ফোনটিতে কর্ণিং গরিলা গ্লাসের সাপোর্ট আছে। এছাড়াও ফোনটিতে বিভিন্ন কালার অপশন দেওয়া হয়েছে।
প্রসেসর, রেম ও স্টোরেজ: Moto G62 স্মার্টফোনে আছে কোয়ালকম স্নাপড্রাগন ৬৯৫ প্রসেসর, যেটির Antutu স্কোর ৪ লক্ষের বেশি। সাথে আছে LPDDR4X RAM সাপোর্ট ও উন্নত মানের স্টোরেজ সাপোর্ট। ফোনটি ৬ জিবি ও ৮ জিবি রেম সাপোর্ট করে, সাথে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট আছে।
ক্যামেরা: ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ আরো দুটি ক্যামেরা আছে। প্রথমটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দ্বিতীয়টি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা উইড ক্যামেরা ও আরেকটি ২ মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর। আর সামনে সেলফির জন্য আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
অন্যান্য ফিচার: Moto G62 স্মার্টফোনে আছে ২০w ফাস্ট চার্জিং সহ ৫,০০০ mAh এর একটি বিশাল ব্যাটারি, আইপি রেটিং ৫২, গরিলা গ্লাস, ইউএসবি টাইপ সি, স্টক অ্যান্ড্রয়েড, এবং আরো অনেক ফিচার।