200MP ক্যামেরা ও 125W ফাস্ট চার্জিং সহ Moto X30 Pro এবার TENNA সার্টিফিকেটে দেখা গিয়েছে

Moto X30 Pro ফোনটি এবার TENNA সার্টিফিকেটে দেখা গেলো। এই স্মার্টফোন সমন্ধে অনেক দিন ধরেই খবর আসছিল যে এই স্পেশাল ফোনটির মধ্যে কিছু এমন ফিচার থাকবে যা অন্যান্য ফ্লাগশিপ থেকে অনেকটা উপরে।

এবার এই ফোনকে TENNA সার্টিফিকেটে দেখা গিয়েছে সাথে সাথে এই স্মার্টফোনের কিছু কিছু স্পেশাল ফিচার বিভিন্ন লীকার দের কাছথেকে লিক হয়ে গেছে। আজ এই সমস্ত ফিচার নিয়ে কথা বলো।

Display: Moto X30 Pro স্মার্টফোনের ভিতরে থাকবে 6.67 ইঞ্চির FHD+ 144Hz রিফ্রেশ রেট সম্পুর্ণ এক OLED স্ক্রীন থাকবে বলে জানা যাচ্ছে। এছাড়াও এই স্মার্টফোনের ডিসপ্লে 10BIT কালার কেও সাপোর্ট করবে । 10bit কালার এর সাথে থাকছে 53° curved OLED ডিসপ্লে।

আরও পড়ুন: 6GB Ram ও 128GB স্টোরেজের সাথে লঞ্চ হল Redmi 10A Sport ₹10,999 টাকায় । জেনে নিন ফিচার

CAMERA SPECIFICATIONS: এই Moto X30 Pro ফোনটিই হলো পৃথিবীর প্রথম স্মার্টফোন যেটিতে পৃথিবীর প্রথম 200 MP এর ক্যামেরা সেন্সর ব্যাবহার করা হবে। এটিতে থাকবে স্যামসাং এর তরফ থেকে আসা SAMSUNG HP1 200MP OIS সাপোর্ট সম্পূর্ণ ক্যামেরা সেন্সর।

আরও পড়ুন: iPhone 14 Pro সিরিজে থাকবে LPDDR5 RAM সাপোর্ট

PROCESSOR, RAM and STORAGE: Moto X30 Pro স্মার্টফোনে Qualcomm এর তরফ থেকে নতুন আসা Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট থাকবে। এছাড়াও 8GB, 12GB, 16 GB LPDDR5 RAM সাপোর্ট এবং 64 GB, 128GB, 256GB এবং 512 GB UFS 3.1 স্টোরেজ সাপোর্ট থাকবে।

আরও পড়ুন: Lenovo Legion Y70 ফোনটির সমস্ত Specs ও ফিচার লিক হয়ে গেল

BODY and COLOUR: Moto X30 Pro ফোনটির ওয়েট 195 গ্রাম এবং thickness 8.5mm । আর এই ফ্লাগশিপ ডিভাইসটি বিভিন্ন কালারের সাথে আসবে যেমন black, White, GREY, Cyan, Blue, Green, Gold, Silver, Red এই সমস্ত কালারের সাথে আসবে।

Battery capacity: Moto X30 Pro স্মার্টফোনে 125w দুর্দান্ত ফাস্ট চার্জিং সহ 4450mAh এর একটি ব্যাটারি দেওয়া থাকবে বলে জানা যাচ্ছে।

source:

মন্তব্য করুন