গুগল Android 13 আপডেট এই সপ্তাহে আসবে বলে জানা যাচ্ছে। সর্বপ্রথম Pixel ফোন গুলিতে এই নতুন Android 13 আপডেট পাবে। তারপর অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন একে একে এই আপডেট আসবে বলে জানা যাচ্ছে। লঞ্চ হবার পর এই অ্যান্ড্রয়েড 13 এর ম্যানুফ্যাকচআরের কাজ শুরু হবে। এবং সাথে সাথে মটোরোলা আমাদের সামনে ঘোষণা করলো তাদের কোন কোন ফোনগুলোতে এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাপোর্ট আসবে।
GSMArena ও Motorola Security Page থেকে জানা গেলো যে এই অ্যান্ড্রয়েড 13 কোন কোন ডিভাইস থাকবে তার লিস্ট। নিচে সমস্ত লিস্ট দেওয়া হল
Motorola Edge (2022)
Motorola Edge Plus (2022)
Motorola Edge 30
Motorola Edge 30 Pro
Moto G Stylus 5G 2022
Moto G 5G 2022
Moto G82 5G
Moto G62 5G
Moto G42
Moto G32
এখনও অফিসিয়াল কিংবা লিক থেকে জানা যায়নি যে কবে Android 13 আপডেট এই সমস্ত স্মার্টফোনগুলোতে আসবে। তবে আপডেট আসার আগে আমাদের এই সাইটে জানানো হবে সর্বপ্রথম। আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।