নতুন প্রসেসর ও 144Hz ডিসপ্লের সাথে US লঞ্চ হল Motorola Edge 30

19 আগস্ট 2022: আমেরিকায় মটোরোলার নতুন Motorola Edge 30 স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। এর আগে মটোরোলা অনেক স্মার্টফোন লঞ্চ করেছে এই এজ সিরিজের। যেমন Motorola Edge S30 5G এবং Motorola Edge X30 Pro, এবার হটাৎ করে মটোরোলা Edge 30 স্মার্টফোনটি অসাধারণ ফিচারের সাথে অত্যন্ত কম দামে লঞ্চ করলো। এবার একে একে সমস্ত ফিচারগুলো জানবো।

ডিসপ্লে, ডিজাইন ও কালার: Motorola Edge 30 স্মার্টফোনে 144HZ রিফ্রেস রেটের সাথে 6.6 ইঞ্চির একটি OLED ডিসপ্লে আছে। সাথে HDR 10+ সাপোর্ট, 1080*2400 পিক্সেল এবং সর্বোচ্চ 1300nits সর্বোচ্চ ব্রাইটনেস সাপোর্ট। 8.24mm থিকনেশের সাথে 190 গ্রাম ওজন বিশিষ্ট অ্যান্ড্রয়েড 12 সাপোর্ট। এছাড়াও নীল এবং গ্রে কালার অপশনের সাথে লঞ্চ হয়েছে আমেরিকাতে। এছাড়াও DCI P3 কালার, 360Hz টাচ স্যাম্পলিং রেট, 10Bit কালার এবং আরো অনেককিছু।

চিপসেট, RAM ও স্টোরেজ: Motorola Edge 30 মিডিয়াটেকের নতুন প্রসেসর MediaTek Dimensity 1080 5G চিপসেট আছে। সাথে LPDDR5 RAM সাপোর্ট ও UFS 3.1 স্টোরেজ সাপোর্ট ।

ক্যামেরা ও ব্যাটারি: Motorola Edge 30 থাকছে 50MP OIS ও EIS সাপোর্ট সাথে প্রাইমারি ক্যামেরা এবং 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সাথে আরও একটি 2MP ডেপথ ক্যামেরা সেন্সর। আর সামনে আছে 32MP সেলফি ক্যামেরা। আর ব্যাটারি 30W ফাস্ট চার্জিং ও 15W wireless এবং 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সহ 5000mAh একটি বিশাল ব্যাটারি আছে।

দাম ও অন্যান্য ফিচার: অন্যান্য ফিচারের মধ্যে আছে dolby atmos, ডুয়াল স্টেরিও স্পিকার, X axis linear motor, WiFi 6E, NFC, ব্লুটুথ 5.2 লিকুইড কুলিং সিস্টেম ইত্যাদি সমস্ত ফিচার। 8GB+128GB স্টোরেজের দাম রাখা হয়েছে $500 ডলার l এছাড়াও চার বছরের সিকিউরিটি আপডেট এবং 3 বছরের OS আপডেটের সাপোর্ট আছে।

আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।

মন্তব্য করুন