আজকে 11 আগস্ট সূত্র থেকে জানা গিয়েছে যে চায়নার মার্কেটে অসাধারণ পাওয়ারফুল ক্যামেরা ও পাওয়ারফুল প্রসেসরের সাথে লঞ্চ হয়েছে Motorola Edge X30 Pro স্মার্টফোন। এই অসাধারণ স্মার্টফোনের সবথেকে আকর্ষনীয় ফিচার হল এই ফোনের ক্যামেরা এবং স্টক অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্সড। ফিচার এবং দাম: মটোরোলা কোম্পানি তাদের আকর্ষণীয় সটওয়্যার এক্সপেরিয়েন্স ও ভালো কোয়ালিটির ক্যামেরা এবং আগারেসিভ দামের জন্য সারা বিশ্ব জুড়ে বিখ্যাত। সেই নিয়মকে ফলো করে মটোরোলা তাদের Moto Edge X30 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। 8GB RAM ও 128GB স্টোরেজের দাম রাখা হয়েছে ভারতীয় টাকায় ₹41,300 টাকা।
ডিসপ্লে ফিচার: এই স্মার্টফোনে আছে 144Hz ফাস্ট রিফ্রেস রেট এর সাথে একটি 6.67 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে এবং সাথে 1500nits সর্বোচ্চ ব্রাইটনেস এর সাপোর্ট আছে। Motorola Edge X30 Pro স্মার্টফোনটির ওজন 195গ্রাম এবং থিকনসস 8.3 মিলি মিটার।
আরও পড়ুন: Galaxy Buds 2 Pro । Earbuds হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যাবে খুব সহজে
ক্যামেরা ফিচার: Motorola Edge X30 Pro ফোনের ক্যামেরা হল এই ফোনের সবথেকে দুর্দান্ত এবং আকর্ষণীয় ফিচার। ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে বলতেই হয় যে, Motorola Edge X30 Pro সুপার স্মার্টফোনে আছে OIS এর সাপোর্ট সম্পূর্ণ 200MP HP1 ক্যামেরা সেন্সরের সাথে আরো দুটি রিয়ার ক্যামেরা। এই ফোনের রয়েছে 200MP এর OIS সম্পূর্ণ HP1 সেন্সরের একটি প্রাইমারি ক্যামেরা এবং এছাড়াও 50MP এর একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সব শেষে 12MP এর একটি ক্যামেরা সেন্সর ব্যাবহার হয়েছে। আর সেলফি তোলার জন্য থাকছে 60MP এর ক্যামেরা সেন্সর যা সত্যিই অবাক করা বিষয়।
আরও পড়ুন: 2k ডিসপ্লে ও 50MP ক্যামেরার সাথে শাওমি মিক্স ফোল্ড 2 সমস্ত স্পেস ফাঁস হল
প্রসেসর: আর প্রসেসরের কথা বলতে গেলে এই স্মার্টফোনে Qualcomm এর থেকে পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রসেসর কোয়ালকম স্নাপড্রাগণ 8 প্লাস জেন ১ প্রসেসর আছে, যা আগের জেনারেশনের থেকে প্রায় ডবল এর অধিক দ্রুত গতি সম্পূর্ণ। এছাড়াও এই Motorola Edge X30 Pro স্মার্টফোনে LPDDR5 RAM সাপোর্ট এবং নতুন UFS 3.1 স্টোরেজের সাপোর্ট দেখা যায়।
ব্যাটারি ও অন্যান্য ফিচার: 125W ফাস্ট চার্জিং এর সাথে 4610mAh এর একটি ব্যাটারি মটোরোলা তাদের নতুন স্মার্টফোনে ব্যাবহার করেছে। এছাড়াও ডুয়াল স্পিকার, এক্স হাক্সিশ হাপটিক, NFC সাপোর্ট এই স্মার্টফোনকে একটি আল্ট্রা ফ্লাগশিপ স্মার্টফোনে করে তুলেছে।