Motorola এক বছর ধরে তাদের g সিরিজের উপর অনেকটা জোর দিচ্ছে। তারা এর আগে g সিরিজের অনেকগুলি ফোন already launch হয়ে গিয়েছে। এখন Motorola তাদের নতুন বাজেট ফোন Moto G42 4G লঞ্চ করতে চলেছে। Moto G42 4G Launch Date: এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে পাকা খবর এসেছে যে এই ফোনটি আগামী 4 জুলাই ভারতে Officially confirm হয়ে গিয়েছে।
Specifications: এই Moto G42 4G ডিভাইসে কি থাকছে আমরা টা এক নজরে দেখে নেবো। আমরা এক এক করে আপনাদের সামনে এই ডিভাইসের specification তুলে ধরবো । Display: সর্বপ্রথম আমরা Moto G42 4G ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলবো । Moto G42 4G ফোনে 6.4ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকবে। AMOLED ডিসপ্লে অন্যান্য ডিসপ্লের থেকে অনেক ভালো ও উন্নতমানের । তাই এই কম বাজেটের মধ্যে AMOLED ডিসপ্লে দেওয়া খুব ভালো একটা ব্যাপার ।
Processor: Moto G42 4G ফোনে থাকছে নতুন নয় কিন্তু বাজেটের মধ্যে একটি দুর্দান্ত ভালো প্রসেসর Qualcomm Snapdragon 680 ।
Camera Specifications: এই ফোনের ক্যামেরা একটি highlights ফিচার হতে চলেছে, কারণ Moto G42 4G ফোনে থাকছে একটি 50MP মেন ক্যামেরা ও 8MP ultra-wide ক্যামেরা সেন্সর এবং 2MP এর একটি ম্যাক্রো ক্যামেরা সেন্সর। এছাড়াও সামনে থাকবে 16MP এর একটি ফ্রন্ট ক্যামেরা অথবা সেলফি শুটার।
Battery capacity: এই Moto G42 4G বাজেট ফোনে থাকছে বিশাল 5000mAh এর একটি দানব ব্যাটারি । যেটাতে 20W ফাস্ট চার্জিং সাপোর্টও থাকছে।
Software: আমরা Motorola সটওয়্যার experience তো জানি, খুবই অসাধারণ। আর এই ফোনের ভিতরে থাকবে লেটেস্ট Android 12 সাপোর্ট এবং stock android এক্সপেরিয়েন্সড এই ফোনের কোনরকম ঘাটতি দেবে না।
অন্যান্য ফিচার: অন্যান্য ফিচার গুলির মধ্যে আছে IP rating অর্থাৎ IP 52, 175.5 gram ওজন বিশিষ্ট, স্টেরিও স্পিকার dolby atmoser সাপোর্ট।