HIGHLIGHTS:
- Motorola Tab G62 ট্যাবলেটে থাকছে 7700 mAh ব্যাটারি
- সাথে থাকছে 2K IPS LCD ডিসপ্লে
- দাম থাকছে 4G ভ্যারিয়েন্ট ₹17,999 এবং WiFi ভ্যারিয়েন্ট এর দাম ₹15,999
আজ 17 আগস্ট মটোরোলা কোম্পানি তাদের নতুন ট্যাবলেট ভারতে ট্যাবলেট মার্কেটে লঞ্চ করলো অসাধারণ ফিচারের সাথে অত্যন্ত আগ্রেসিভ দামে। এর আগে অনেক কোম্পানি ভারতের মার্কেটকে টার্গেট করে ট্যাব বাজারে লঞ্চ করেছিল কিন্তু তারা ততটা সফল হয়নি তবে অনেক কোম্পানি আছে যারা কিন্তু সফল হয়েছে। কারণ হিসাবে দামের কথা বলা যেতে পারে। কম দামে ভালো জিনিস লঞ্চ করলে কে বা নেবে না। আর ওখানেই যদি দাম বেশি রেখে ফিচার তেমন না থাকে তাহলে কেও সেটাতে মাথা গলাবে না এটাই ঠিক।
আরও পড়ুন: ভরতে Samsung Galaxy Z Fold 4, Flip 4 এবং Buds 2 Pro লঞ্চ হল করা দামে
Motorola Tab G62 WiFi & LTE launched in India.
– 10.6" 2K IPS TDDI LCD display
– Snapdragon 680
– Android 12
– 8MP rear
– 8MP front
– 7700mAh battery 20 watt charging via USB Type C
– Dolby Atmos quad stereo speakers
– 4GB+64GB
WiFi ₹15,999
4G ₹17,999#Moto #Motorola pic.twitter.com/hr4AKo6Sef
— Abhishek Yadav (@yabhishekhd) August 17, 2022
আজ মটোরোলা সমস্ত কিছু নজর রেখে তাদের একটি ট্যাব Motorola Tab G62 Lte এবং WiFi এডিশন। যেখানে 4G সাপোর্টও থাকবে এবং WiFi সাপোর্টও থাকবে তবে দাম কিছুটা আলাদা হবে বলে জানা যাচ্ছে। Motorola Tab G62 ট্যাবলেটে আছে 10.6 ইঞ্চির একটি 2K LCD TDDI ডিসপ্লে। সাথে Snapdragon 680 Processor এবং 4GB ram এবং 64GB স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে মটোরোলার এই ট্যাব।
এছাড়াও থাকছে 8MP রিয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা এবং সাথে থাকছে Dolby Atmos স্টেরিও স্পিকার এর সাপোর্ট। এছাড়াও 20W ফাস্ট চার্জিং সহ বিশাল আকারের 7700 mAh এর সাপোর্ট সঙ্গে USB Type C দেওয়া হয়েছে। এবার আসি দামের কোথায় মটোরোলার এই Tab G62 WiFi এর দাম ₹15,999 টাকা এবং 4G ভ্যারিয়েন্ট দাম রাখা হয়েছে ₹17,999 টাকা।
আরও পড়ুন: Redmi Note 11E 5G ফোনের রিব্রান্ড হয়ে ভারতে আসছে Redmi 11 Prime 5G
আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।