এই প্রথম নোকিয়া কোনো ফ্লিপ ফোন লঞ্চ করলো আবার দুটো ডিসপ্লের সাথে। নোকিয়ার ভারতে লঞ্চ করা এই ফোনটির নাম নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪g ফিচার ফোন। নোকিয়ার এই ফিচার ফোনে রয়েছে দুটো ডিসপ্লের সাথে ফ্লিপ লেয়াউট। সাথে আছে আরো অনেক ভালো ভালো ফিচার। নোকিয়ার এই ফিচার ফোনের দাম রাখা হয়েছে ভারতীয় মার্কেটে ₹৪,৬৯৯ টাকা। এছাড়াও নিচে বিভিন্ন ফিচারগুলো দেওয়া হল।
Nokia's new feature phone with dual display – Nokia 2660 Flip 4G launched https://t.co/MpvArYIwpg#Nokia #Nokia2660Flip pic.twitter.com/cJSHHRAlUq
— Smartprix (@Smartprix) August 31, 2022
নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪জি ফোনে আছে দুটো ডিসপ্লে স্ক্রীন। একটি ২.৮ ইঞ্চির ২৪০*৩২০ পিক্সেলের ১৪৪ppi সাথে প্রধান ডিসপ্লে এবং আরেকটি ১.৭ ইঞ্চির কভার ডিসপ্লে মনে ফোন বন্ধ করার পর যে ডিসপ্লে দেখা যায়। এছাড়াও পিছনে আছে ০.৩ মেগাপিক্সেলের ভিজিএ ক্যামেরা সেন্সর।
আরও পড়ুন: Huawei Mate 50 প্রথম রিয়াল ফটো ফাঁস হল অনলাইনে
এছাড়াও দুটো ৪জি সিমের সাপোর্টের পাশাপাশি ১৪৫০mah ব্যাটারিও দেওয়া আছে নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪জি ফিচার ফোনে। এই ফিচার ফোনে আছে Unisoc T১০৭ চিপসেট, এছাড়াও ৪৮এমবি RAM এবং ১২৮এমবি ফোনের স্টোরেজ। ফিচার ফোনে ৩২জিবি পর্যন্ত মেমোরি কার্ডের সাপোর্ট দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভারতে খুব দ্রুত আসতে চলেছে Poco M5 5G স্মার্টফোন
এছাড়াও কানেক্টিভিটি হিসাবে ব্লুটুথ ভার্সন ৪.২, ইউএসবি ভার্সন ২.০ এবং ৪জি কানেক্টিভিটি এই ফিচার ফোনে দেওয়া হয়েছে। নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪জি ফিচার ফোনটির ওজন ১২৩ গ্রাম এবং থিকনেস থাকছে ১৮.৯ মিলিমিটার। আরও খবর জানতে আমাদের Google News পেজটি ফলো করুন।