Nokia 5710 ফোনের ভিতরেই থাকবে earbuds জেনে নিন বিস্তারিত। নোকিয়ার তরফ থেকে আসা এটিই পৃথিবীর প্রথম ফিচার ফোন যেখানে কোনো ফোনের ভিতরে earbuds দেওয়া হয়েছে। Nokia 5710 Xpress audio ফিচার ফোনে slider ডিজাইন যুক্ত ব্যাক প্যানেল দেওয়া হয়েছে। Nokia লঞ্চ করলো তাদের ফিচার ফোন যেটাতে থাকবে in-built earbuds। যেখান থেকে আপনি earbuds নিয়ে গান শুনতে পারবেন।
Nokia 5710 Xpress audio ফোনের earbuds এই নতুন strategy পুরো মার্কেট দখলে আনবে নোকিয়া। এই ফোনের মাধ্যমে nokia আবার তাদের পুরনো বাজার ফিরে পাবে বলে মনে হচ্ছে। Nokia 5710 Xpress audio ফিচার ফোনটি সাদা লাল এবং কালো লাল কম্বিনেশনের সাথে এসেছে। যা এই ফিচার ফোনটিকে সত্যিই খুব ভালো একটা লুক প্রদান করে। এমনকি কালারের সাথে যেমন ডিজাইন সুন্দর ঠিক তেমনই earbuds গুলির ডিজাইন ঠিক সেই রকম।
Read More: এখন ঘরে বসে LED লাইট জ্বালিয়ে হাজার মশা মেরে ফেলুন
Nokia 5710 ফিচার ফোনে QVGA কালার স্ক্রীন এবং সাইডে অডিও কন্ট্রোল দেওয়া আছে। NOKIA 5710 Xpress audio ফিচার ফোনে VGA রিয়ার ক্যামেরা সাপোর্ট আছে। NOKIA 5710 Xpress audio ডিভাইসে 1450 mAh এর একটি non removal battery দেওয়া আছে যা 6 ঘণ্টা পর্যন্ত 4G talktime দিতে সক্ষম এবং micro USB মাধ্যমে চার্জ করা যাবে।
Read More: Oppo A97 MediaTek 810 চিপ ও 5000 mAh ব্যাটারির সাথে লঞ্চ হলো | Price, feature, launch date etc.
এই ফোনের ডিজাইনের সাথে earbuds গুলির কালার পুরোপুরি মিলে যায়। এই সমস্ত ফিচারের সাথে Nokia মার্কেট কাপাত নিয়ে আসলো তাদের ফিচার ফোন।