কয়েকদিন ধরে নোকিয়ার একটি স্মার্টফোনের ডিজাইন, ফিচার এবং দাম লিক হওয়ার পরেই নেট দুনিয়ায় ঝর তুলেছে। অনেকে বলছে এই স্মার্টফোনে থাকবে 200MP ক্যামেরা, ৭০০০mAh ব্যাটারি আবার কেউ বলছে 250MP ক্যামেরা, ৬০০০ এমএএইচ ব্যাটারি, কতটা সত্য তা জানবো। এই প্রতিবেদনে আপনাদের জানাবো Nokia 6600 5G Ultra স্মার্টফোনের ভারতের লঞ্চ ডেট, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে। চলুন এই স্মার্টফোনের সত্যতা সম্পর্কে।
Nokia 6600 5G Ultra স্মার্টফোনের দাম
গুগলে অনেক ওয়েবসাইট আছে যেখানে নোকিয়ার এই আপকামিং স্মার্টফোনের দাম দেখাচ্ছে ভারতীয় টাকায় ₹২০,৯৯৯ টাকা এবার কোথাও ₹২১,৯৯৯ টাকা। তবে এই স্মার্টফোনের দাম সম্পর্কিত তথ্য কতটা সত্য এখনও জানা যায়নি। তবে অনেকে অনুমান করছে এটি শুধু একটি কনসেপ্ট ফোন।
Nokia 6600 5G Ultra স্মার্টফোনের ভারতে লঞ্চ ডেট
নোকিয়ার এই আপকামিং স্মার্টফোন সম্পর্কে কথা উঠলেও এমন কোনো সঠিক জায়গা থেকে তথ্য আসেনি যেটি বিশ্বাস করার মতো। তবে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে এই ফোনের লঞ্চ ডেট সঠিক ভাবে না দেখালেও এই বছর ভারতে লঞ্চ ডেট এর কথা উঠে এসেছে। তবে বিশ্বাস করার কোনো কারণ নেই এই স্মার্টফোন সম্পর্কে এখনও সঠিক লিক স্টারদের কাছে থেকে কোনো তথ্য জানা যায়নি।
Nokia 6600 5G Ultra স্মার্টফোনের কনসেপ্ট স্পেসিফিকেশন
নোকিয়ার এই আপকামিং স্মার্টফোনে থাকছে চলেছে ৮জিবি রেম, ৭০০০mAh ব্যাটারি, ফুল এইচডি 1440 x 3200 পিক্সেলের সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে, ডুয়েল স্পিকার, গরিলা গ্লাস ৭ এবং আরো অনেক ফিচার।
কেও বলছে এই স্মার্টফোনে থাকছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা আবার কেউ বলছে এখানে থাকছে চলেছে ১০৮ মেগা পিক্সেলের ক্যামেরা এবং সামনেও থাকবে ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ। তবে আবারও জানিয়ে রাখি যত স্পেসিফিকেশন বলা হল সেগুলি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে আছে, কিন্তু এগুলির কোনো ভিত্তি নেই।