নোকিয়া নিয়ে আসলো Nokia 110 4g ফিচার ফোন সাথে আরো অনেক নতুন ফিচার

7 আগস্ট নোকিয়া তাদের ফিচার ফোনের ঝুড়িতে এক নতুন ফিচার ফোন যোগ করেছে। এই ফিচার ফোনটি হল নোকিয়া 110 4g। এর আগেও নোকিয়া অনেক ভালো ভালো ফিচার বা বাটন ফোন আমাদেরকে দিয়েছিল এবং অনেক সফল হয়েছিল। ওই সমস্ত ফোন গুলি অত্যধিক শক্তিশালী built কোয়ালিটির জন্য আমাদের কাছে পরিচিত ছিল। কিন্তু এবার নোকিয়া তাদের তালিকায় একটি 4g ফোন ঢুকিয়েছে।

আরও পড়ুন: Whatsapp এর নতুন ‘Login Approval’ ফিচার | WhatsApp hack করা হবে অসম্ভব

আমরা একে একে এই ফোনের সমস্ত ফিচার এবং দাম সমন্ধে জানবো। এই ফোনটি ভারতের মানুষদের জন্য আলাদা ভাবে made in India অর্থাৎ Nokia 110 4G ফিচার ফোনটি ভারতে আলাদা ভাবে তৈরি হবে। এই ফিচার ফোনে FM radio, বড়ো সাইজের ব্যাটারি, এমপি3 প্লেয়ার গান শোনার জন্য। যদিও অনেকগুলি ফিচার আগের 2021 সালের নোকিয়া ফিচার ফোনের মতোই।

আরও পড়ুন: 120Hz ডিসপ্লে 67W চার্জিং ও স্নাপড্রাগন 695 এর সাথে 20,000 মধ্যে সেরা ফোন হল…

এই ফিচার ফোনের দাম হচ্ছে 1699 টাকা। এই ফোনটি কালো, সাদা এবং গোলাপী সোনালী রঙের সাথে এসেছে। এছাড়াও এই ফিচার ফোনটিতে স্টাইলিশ কীবোর্ড, বড়ো 1000mAh ব্যাটারি, FM radio, ভিতরেই থাকছে টর্চ লাইট, mp3 প্লেয়ার গান শোনার জন্য। এছাড়াও অটোমেটিক কল রেকর্ডিং, সাপের গেম, পিছনের ক্যামেরা এবং 1 বছরের গেরান্টিত আছেই।

আরও পড়ুন: Galaxy Buds 2 Pro । Earbuds হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যাবে খুব সহজে

আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।

মন্তব্য করুন