শুক্রবার, মার্চ 24নিউস এখন বাংলায়

Nokia G সিরিজের একটি কম দামী স্মার্টফোন আনার পরিকল্পনা করছে ৪ জিবি RAM সহ, প্রসেসর Unisoc T606

নোকিয়া তাদের g সিরিজের স্মার্টফোন নোকিয়া g২২ কম দামের স্মার্টফোন বাজারে নিয়ে আসার জন্য পরিকল্পনা করছে। স্মার্টফোনটি সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য জানা গিয়েছে। Nokia G22 স্মার্টফোনটি Geekbench ওয়েবসাইটে দেখা গিয়েছে। গিকবেঞ্চ সাইটে নোকিয়ার এই স্মার্টফোনের রেম, চিপসেট এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গিয়েছে। চলুন এই স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Nokia G22 স্মার্টফোনের লিক হওয়া ফিচার সম্পর্কে জেনে নিন

অফিসিয়াল গীকবেঞ্চ সাইটে তালিকা ভুক্ত হয়েছে এবং নোকিয়া g২২ স্মার্টফোনের গীকবেঞ্চ্ সিঙ্গেল স্কোর ৩০৮ এবং মাল্টি স্কোর হচ্ছে ১,০৯৪ পয়েন্ট। এখন থেকে বোঝা যাচ্ছে এই স্মার্টফোনে একটি ৮ কোরের Unisoc T৬০৬ প্রসেসর দেওয়া হয়েছে এবং সাথে মালি জি৫৭ গ্রাফিক্স প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়াও এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের দ্বারা পরিচালিত হবে।

Nokia G21 স্মার্টফোনের স্পেসিফিকেশন থেকে G22 স্মার্টফোনের স্পেসিফিকেশন অনুমান

জানিয়ে রাখি গত বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া Nokia G21 স্মার্টফোনে ছিল hd+ রেজোলিউশন সম্পূর্ণ ও ৯০hz রিফ্রেস রেট সম্পূর্ণ একটি ৬.৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ১১, Unisoc T৬০৬ প্রসেসর, ৬ জিবি ram এবং ১২৮ জিবি স্টোরেজ ছিল।

গত বছরের g২২ স্মার্টফোনে ছিল ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সহ মোট তিনটি ক্যামেরা সেটআপ। প্রথমটি ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, দ্বিতীয়টি ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং তৃতীয় আরেকটি ম্যাক্রো ক্যামেরা, এছাড়াও ৮ মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ছিল। ফোনটিতে ব্যাটারি হিসাবে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০৫০ এমএএইচ ব্যাটারি। ভারতে এই স্মার্টফোনটি লঞ্চ হয়েছিল ১২,৯৯৯ টাকায়। সুতরাং নোকিয়া জি২১ স্মার্টফোনের উত্তরসূরি হিসেবে এই স্মার্টফোনের তুলনায় বলা হচ্ছে এই স্মার্টফোনে আরো কিছু বেশি ফিচার থাকতে পারে আগের তুলনায়।