Nokia X30 5G: অ্যামোলেড ডিসপ্লে ও ৩৩w ফাস্ট চার্জিং সহ Nokia লঞ্চ করল ৫জি ফোন

Nokia X30 5G: নোকিয়া এবার বাজারে তাদের নতুন ৫জি স্মার্টফোনের ঘোষণা করলো। নোকিয়ার এই ৫জি ফোন বাজার কাপতে আসছে দুর্দান্ত ক্যামেরার সাথে। নোকিয়া X৩০ ৫জি স্মার্টফোনের দাম রাখা হয়েছে ₹৩৭,০০০ টাকায়। এছাড়াও এই নোকিয়ার এই স্মার্টফোনে থাকছে OIS এর সাথে দুর্দান্ত ক্যামেরা। এছাড়াও থাকবে ৩ বছরের অ্যান্ড্রয়েড সিস্টেম আপডেট। ফোনটির ওজন ১৮৫ গ্রাম এবং থিকনস ৭.৯ মিলিমিটার।

নোকিয়া X৩০ ৫জি স্মার্টফোনে থাকছে ৬.৪৩ ইঞ্চির ফুল hd+ অ্যামোলেড ডিসপ্লে সাথে থাকবে 90Hz রিফ্রেস রেট। মোবাইলকে প্রটেকশন দেওয়ার জন্য আছে গরিলা গ্লাস ভিকচাস সাপোর্ট। এছাড়াও ফোনের প্রসেসর হিসাবে আছে কোয়ালকম স্নাপড্রাগোন 695 5G চিপসেট। এছাড়াও থাকছে UFS 2.2 স্টোরেজ সিস্টেম, আইপি৬৭, এনএফসি এবং ওয়াইফাই ৬ এর মত ফিচার।

আরও পড়ুন: Nokia 2660 Flip 4G: নোকিয়া লঞ্চ করলো দুটো ডিসপ্লে ও ৪৮mb RAM সাথে ফ্লিপ ফোন মাত্র ₹৪,৬৯৯ টাকায়

ফোনের ব্যাটারি হিসাবে আছে ৩০w ফাস্ট চার্জিং সহ ৪২০০ mah ব্যাটারি ৩.০ চার্জিং প্রযুক্তির সাথে। ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা সেটআপ আছে। প্রথমটি ৫০mp OIS এর সাপোর্টের সাথে প্রধান ক্যামেরা এবং আরেকটি ১৩mp ultra-wide ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সামনে ১৬এমপি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: RELIANCE AGM: মুকেশ আম্বানি Jio 5G করতে ২ লাখ কোটি টাকা ইনভেস্ট করছে 5G নেটওয়ার্ক জন্য

আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, গাড়ি ও বাইক নিউজ, ইলেকট্রিক গাড়ি নিউজ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।

মন্তব্য করুন