বিখ্যাত জনপ্রিয় কোম্পানি নোকিয়া একসময় তারা ফোনের বাজারে একাই দখল রেখেছে। কিন্তু কালের পরিবর্তনের সাথে নিজেরা পরিবর্তন না হওয়ায় মার খেয়ে গিয়েছে তারা। ঠিক এমনটাই আবার হল কয়েকদিন আগে তাদের নতুন ফোন লঞ্চ করার মাধ্যমে। কয়েকদিন আগেই নোকিয়া লঞ্চ করেছে নোকিয়া এক্স৩০ (Nokia X30) ফোন। এই স্মার্টফোনে রয়েছে স্নপড্রাগণ ৬৯৫ প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে। সব ভালো তাহলে সমস্যা কোথায়? চলুন জেনে নিই
Nokia X30 ফোনের স্পেসিফিকেশন
নোকিয়া অনেকদিন পর তাদের নতুন ফোন লঞ্চ করলো নোকিয়া এক্স৩০ স্মার্টফোন। এই স্মার্টফোনে ডিসপ্লে হিসাবে দেওয়া হয়েছে ৯০ হার্টস রিফ্রেস রেট সম্পূর্ণ ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আছে প্লাস্টিকের তৈরি পিছনের প্যানেল এবং সাথে মেটালের ফ্রেম। আর অপারেটিং সিস্টেমের জন্য আছে অ্যান্ড্রয়েড ১২ তবে ৩ বছরের সিকিউরিটি আপডেট আছে।
নোকিয়া এক্স৩০ স্মার্টফোনে দুটি পিছনের ক্যামেরা সেটআপ আছে। প্রথমটি ৫০ মেগাপিক্সেলের ওআইএস (OIS) এর সাথে প্রাইমারি ক্যামেরা, এবং আরেকটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা উইড ক্যামেরা। এছাড়াও সামনের ক্যামেরা দিয়ে ফটো ও ভিডিও তোলার জন্য আছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
নোকিয়া এক্স৩০ স্মার্টফোনে প্রসেসর হিসাবে আছে কোয়ালকম স্নাপদরাগণ ৬৯৫ প্রসেসর, এবং এলপিডিডিআর৪এক্স রেম এবং ইউএফএস ২.২ স্টোরেজের সাপোর্ট। আর ফোনকে চালু রাখার জন্য আছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪২০০ এমএএইচ ব্যাটারি।
Nokia X30 launched at ₹54,999 , now check the specifications :
🤣 SD 695, LPDDR4X, UFS 2.2
• 6.43" FHD+ 90Hz Amoled
• 50MP OIS + 13MP UW, 16MP selfie
🤣 Android 12 (3 Major updates)
• 4200mAh🔋, 33W charging
• IP67, NFC, WiFi 6
• Plastic back, Metal frame pic.twitter.com/BzvbObVNHP
— Debayan Roy (Gadgetsdata) (@Gadgetsdata) February 15, 2023
Nokia X30 ফোনের দাম কত?
আমরা দেখলাম নোকিয়া এক্স৩০ স্মার্টফোনের স্পেসিফিকেশন গুলো। স্পেসিফিকেশন ও ফিচার সবকিছুই ঠিক আছে, কিন্তু স্মার্টফোনের দাম শুনলে আপনারও হাসি পাবে। Nokia X30 স্মার্টফোনের দাম রাখা হয়েছে ভারতীয় টাকায় ₹৫৪,৯৯৯ টাকা। যেখানে এই সমস্ত স্পেসিফিকেশনের স্মার্টফোন ₹২০,০০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে।