Nothing Phone 1 $500 ডলালের ফোন বিক্রি হচ্ছে 3000 ডলারে ? বেরিয়ে আসলো এই ফোনের দাম ও অন্যান্য ফিচার

21 June 2022 তারিখে MKBHD সবথেকে বড় tech YouTuber তার নিজস্ব youtube channel এ একটি ভিডিওতে nothing Phone 1 এর কিছু মাথা নস্তকরা ফিচার ও ডিজাইন সম্পর্কে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে। আজকে আমরা ঐ সমস্ত ফিচার সম্পর্কে জানবো।

এর আগে Nothing Company earbuds তৈরি করত, কিন্তু সম্প্রীতি তারা মোবাইল ফোন মার্কেটে ডুখবে বলে জানা গিয়েছিল। তারা যে এমনভাবে hype করে অ্যান্ড্রয়েড দুনিয়াকে চমকে দেবে টা কে ভেবেছিল।

তবে এটুকু বলতে পারি এই ফোন কিছু না করলেও android জগতে একটি রেকর্ড করবে এটুকু আমি শিওর।

মানুষের একটি মোবাইলের প্রতি সবথেকে পছন্দের ও আকৃষ্ট জায়গা হলো তার ডিজাইনটা কেমন? আর ঠিক সেই কথাটাকে টার্গেট করে Nothing Phone 1 আজকে এত হাইপ করে তুলেছে পুরো বিশ্ব জুড়ে।

Nothing Phone 1 Price

এই ফোনের price 500 ডলারের মতো হবে, অনেকের মতে 30 থাকে 35 হাজার আবার অনেকের মতে 35 থাকে 40 হাজারের হতে পারে  কিন্তু কিছু কিছু জায়গায় এই ফোনের প্রেমে পাগল হয়ে মানুষ 3000 ডলার দিতে রাজি, যা সত্যিই অবিশ্বাস্য।

CAMERA SPECIFICATIONS:

রিয়ার ক্যামেরা থাকবে দুটি লেন্সযুক্ত MAIN CAMERA 50 MEGAPIXELS যেটাতে OIS এর সাপোর্ট থাকবে, 8 MEGAPIXELS SECONDARY ক্যামেরা, আর সামনে থাকবে 32 MEGAPIXEL সহ একটি FRONT CAMERA।

PROCESSOR, RAM AND BATTERY:

NOTHING PHONE 1 এ থাকবে SNAPDRAGON 778G SOC ও সাথে থাকবে 8GB RAM ও 128GB OF STORAGE, 4500MAH BATTERY যা ওয়্যারলেস সাপোর্ট এর সাথে আসবে ও 44W ফাস্ট চার্জিং এর সাপোর্ট অবশ্যই থাকবে।

Nothing Phone 1 Design ও অন্যান্য Feature:

ওই ভিডিওতে আমরা দেখেছি ফাস্ট টাইম Nothing Phone 1 এর অফিসিয়াল ফ্রন্ট লুক, যা দেখতে অনেকটা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের মত মনে হচ্ছে।

এই ফোনের সবথেকে আকর্ষণীয় back Design যা দেখে অনেকে এই ফোনের জন্য 3000 dollar দিতেও রাজি হয়ে গিয়েছে।

Nothing Phone 1 এর পিছনের ক্যামেরা মডিউল এর চারিপাশে লাইট জ্বলতে দেখা গিয়েছে।

Nothing Phone 1 এর অনেকগুলি কাস্টমার সার্ভিস already ভারতে তৈরি হয়ে গেছে।

Nothing Phone 1 এবার ইন্ডিয়াতে manufacturing হবে বলে জানা যাচ্ছে।

Nothing Phone 1 এ কোনো alert slider ও 3.5mm jack থাকবে না।

Nothing Phone 1 back and front design.

It’s sell will depend on price.
FaceID ✔️
Fingerprint Scanner❎/✅
(if – side mounted)
50MP OIS + 12MP telephoto
32MP (with face recognition)
4500 mAh/44w
6.55in OLED

মন্তব্য করুন