Nothing Phone 1 সমন্ধে সমস্ত কিছু জেনে নিন । Price, Features, availability, camera etc

Nothing ভারতে তথা বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের প্রথম ফোন Nothing Phone 1 লঞ্চ করেছে। এই স্মার্টফোনের পিছনের transparent back panel ও LED লাইট ইউজারকে অন্য কোনো ফোনের কথা ভাবতেই দিচ্ছে না। এই ফোনের ডিজাইন দেখার পর প্রত্যেক ইউজার Nothing Phone 1 কেনার জন্য ready হয়ে আছে। এই ফোনটিতে Amoled স্ক্রীন ও 120Hz রিফ্রেশ রেট সাথে 1200 nits peak brightness এবং HDR10+ সাপোর্ট আছে। এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্তের white ও Black এর সাথে এসেছে। এছাড়াও এই ডিভাইসে আছে উন্নত RAM ও স্টোরেজ সাপোর্ট, 50MP এর দুটি ক্যামেরা , Snapdragon 778G+ processor ইত্যাদি। এবার এই স্মার্টফোনের ফিচার, Price ও অন্যান্য Specifications গুলি ডিটেইলসে জেনে নিন।

Availability and Price:

Nothing Phone 1 বাজারে তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। একটি 8GB RAM + 128GB স্টোরেজ এর সাথে যেটির দাম রাখা হয়েছে 32,999 টাকা, 8GB RAM + 256GB স্টোরেজের সাথে দাম রাখা হয়েছে 35,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম রাখা হয়েছে 38,999 টাকা। এছাড়াও NOTHING কোম্পানি তাদের প্রথম স্মার্টফোন সেলে দিচ্ছে ছার। প্রথম বারে কিনলে পেয়ে যাবেন 1000 টাকা করে ডিরেক্ট ডিসকাউন্ট। এই সাথে দাম গিয়ে দারাবে 8GB RAM + 128GB স্টোরেজ এর সাথে 31,999 টাকা, 8GB RAM + 256GB স্টোরেজের সাথে 34,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম 37,999 টাকা। যারা যারা এই Nothing Phone 1 pre order করেছিল তাদের জন্য nothing কিছু অফার দিচ্ছে। আর একই সাথে এই স্মার্টফোনটি 21শে জুলাই থেকে Flipkart এ available হয়ে যাবে।

Features and Specifications:

এবার এই ফোনের ফিচার গুলি ভালো ভাবে জেনে নিন। Nothing Phone 1 এ 6.55 ইঞ্চির একটি OLED স্ক্রীন সাথে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট, Corning Gorilla Glass সাপোর্ট তবে Gorilla Glass ভার্সন সমন্ধে কিছু জানায়নি,  HDR10+  এবং 1200 nits পিক ব্রাইটনেস সাপোর্ট এই ফোনে দেওয়া আছে। Nothing Phone 1 হল ভারতে লঞ্চ হওয়া স্মার্টফোনের ভিতরে second Smartphone যেখানে প্রসেসর হিসাবে Qualcomm Snapdragon 778G+ Processor ব্যাবহার করা হয়েছে। সাথে 8GB ও 12GB এর LPDDR5 RAM ব্যাবহার করা হয়েছে এবং 128GB ও 256GB UFS 3.1 স্টোরেজ সাপোর্ট দেওয়া আছে।

আর সবথেকে গুরুত্বপূর্ণ কোম্পানি বলেছে যে এই ফোনটিতে অনবরত 3 বছর Android update এবং 4 বছর Security update কোম্পানি প্রত্যেক 2 মাস অন্তর অন্তর তারা দিতে থাকবে। এই স্মার্টফোনে পিছনে দুটি ক্যামেরা সেন্সর ব্যাবহার করা হয়েছে। একটি 50MP SONY IMX766 সেন্সর ƒ/1.88 aperture এর সাথে প্রাইমারি ক্যামেরা যেটি OIS (অপটিক্যাল ইমেজ স্টাবিলিজেশন) ও EIS সাপোর্ট আছে। আর আরেকটি 50MP এর Samsung GN1 সেন্সর ƒ/1.88 aperture এর সাথে ultra-wide ক্যামেরা সেন্সর যেটিতে 114° ফিল্ড অফ ভিউ এবং ম্যাক্রো ক্যামেরা দেওয়া আছে।

আর সামনে সেলফি ক্যামেরা হিসাবে 16MP এর ƒ/2.45 aperture এর সাথে Sony IMX471 ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। Nothing Phone 1 এ 33W ফাস্ট চার্জিং সহ 4500mAh এর একটি ব্যাটারি দেওয়া আছে। এছাড়াও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং 5W reverse ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া আছে। এই স্মার্টফোনে 5G, 4G, WiFi 6, NFC, LPDDR5 RAM, UFS 3.1 Storage, in display fingerprint sensor, Led light, IP 53 water and dust rating, Bluetooth v5.2 এবং USB type C এর সাপোর্ট দেওয়া আছে।

এই ফোনটি একটি ইউনিক Glyph ইন্টারফেস এর সাথে এসেছে যেটি ইউজারকে নিজের ইচ্ছামত নোটিফিকেশন অনুযায়ী LED light কন্ট্রোল করতে allow করে। অন্যান্য নতুন নতুন টেকনোলজি সম্পর্কিত খবর পড়তে আমাদের Google news পেজটি লাইক করুন।

Follow us on: Google News

মন্তব্য করুন