আজকে 12 জুলাই Nothing ভারতে তথা গ্লোবাল মার্কেটে তাদের নতুন Nothing Phone 1 লঞ্চ করতে চলেছে । এই লঞ্চ ইভেন্ট United Kingdom এর লন্ডনে অনুষ্ঠিত হবে এবং আরো জানিয়ে রাখি এই live stream কোম্পানির নিজস্ব Website হবে। এই ফোনের লঞ্চের আগে কোম্পানি এই ফোনের ছোট ছোট কিছু ফিচার ও ঝলক দিয়ে অনেক মানুষের মনে hype গড়ে তুলতে সক্ষম হয়েছে। এছাড়াও কোম্পানি এই ফোনের design, ক্যামেরা ফিচার, চিপসেট এবং আরো অন্যান্য তথ্য তাদের upcoming এই স্মার্টফোন সমন্ধে আগাম থাকতেই জানিয়ে দিয়েছে।
Launch Details Nothing Phone 1 এর লঞ্চ ইভেন্ট 8.30 pm IST কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ stream হবে বলে জানা গিয়েছে। কোম্পানি এখনও YouTube channel এ লাইভ স্ট্রিম হবে কিনা সঠিক ভাবে এখনও কিছু জানায়নি। Watch live stream : https://in.nothing.tech/
Full Specifications: Launch হওয়ার আগে এই ফোনের কিছু specifications সমন্ধে জেনে নিন। Nothing এর upcoming এই হাইপ পূর্ণ বিখ্যাত স্মার্টফোনে থাকবে কোয়ালকমের তরফ থেকে আসা বিখ্যাত Qualcomm Snapdragon 778+ 5G চিপসেট। কিছু দিন আগেও কোম্পানির এই ফোনের ক্যামেরা সেন্সর সম্পর্কে কিছু অফিসিয়াল আপডেট দিয়েছে। এই ফোনের ক্যামেরা হিসাবে থাকবে 50 MP Sony IMX766 সেন্সর এবং সাথে 114 ডিগ্রী ফিল্ড of ভিউ সম্পূর্ণ একটি সেন্সর। এছাড়াও এই ফোনে আরও কিছু ফিচার দেখে নিন। এই স্মার্টফোনটিতে in display fingerprint সেন্সর, IP rating, fast charging সাপোর্ট এবং অনেক কিছু আসছে।
Display Specifications: Display Specific এর দিকে দেখলে Nothing ফোনে থাকবে 6.43-inch Full HD+ AMOLED ডিসপ্লে যা সর্বোচ্চ 90Hz এবং HDR 10+ সাপোর্ট করবে।
CAMERA SPECIFICATIONS: রিয়ার ক্যামেরা থাকবে তিনটে লেন্সযুক্ত, MAIN CAMERA 50 MEGAPIXELS, 8+2 MEGAPIXELS SECONDARY ক্যামেরা, আর সামনে থাকবে 32 MEGAPIXEL সহ একটি FRONT CAMERA।
PROCESSOR, RAM AND BATTERY:
NOTHING PHONE 1 এ থাকবে SNAPDRAGON 778G SOC ও সাথে থাকবে 8GB RAM ও 128GB OF STORAGE, 4500MAH BATTERY যা ওয়্যারলেস সাপোর্ট এর সাথে আসবে। CARL-PEI OFFICIALLY তাদের দ্বিতীয় product announced করেছে, প্রথম প্রোডাক্টটি হল Nothing Phone 1 ও আরেকটি android phone সম্পর্কে এখনও জানা যায়নি। তবে আশা করা হচ্ছে Apple এর সাথে মার্কেট শেয়ার নেয়ার জন্য ও complete করার জন্য খুব তাড়াতাড়ি তারা তাদের নতুন প্রোডাক্ট announced করবে।