রবিবার, মার্চ 26নিউস এখন বাংলায়

লঞ্চের আগেই ফাঁস হল Nothing Phone 2 সমস্ত স্পেসিফিকেশন, থাকবে Snapdragon 8 সিরিজের প্রসেসর

Nothing Phone 2 মডেল নম্বর হল A065। কিছুদিন আগেই জানা গিয়েছিল Nothing কোম্পানি এবার তাদের সেকেন্ড জেনারেশনের স্মার্টফোন Nothing Phone 2 বাজারে লঞ্চ করবে। আর সেই দিন থেকেই জল্পনা শুরু, লোকজন জানতে চাচ্ছে Nothing Phone 2 কি কি স্পেসিফিকেশন থাকতে পারে। Nothing Phone 2 স্মার্টফোন এই বছর Q3 তে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। Nothing Phone 2 তে থাকবে অসাধারণ কিছু ফিচার, Snapdragon 8 সিরিজের প্রসেসর, 120Hz রিফ্রেস সহ অ্যামোলেড ডিসপ্লে, 12GB RAM সাপোর্ট সহ বহু ফিচার। আজকের এই প্রতিবেদনে এই সমস্ত লিক হওয়া স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করবো।

Nothing Phone 2 Specifications (Rumoured) / নাথিং ফোন ২ এর সমস্ত ফিচার (লিক)

বিখ্যাত লিক স্টার অভিষেক যাধব তার টুইটার হ্যান্ডেলে জানিয়েছে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে। Nothing Phone 2 থাকবে ১২০hz ডিসপ্লের একটি AMOLED ডিসপ্লে সাথে গরিলা গ্লাসের সাপোর্ট থাকবে। আর সাথে নতুন Android 13 অপারেটিং সিস্টেমের সাপোর্ট।

Nothing Phone 2 স্মার্টফোনে ফাস্ট চার্জিং সহ ৫০০০mAh এর একটি বড় ব্যাটারি থাকবে। এছাড়াও 12GB পর্যন্ত নতুন জেনারেশনের LPDDR5 কিনবা LPDDR5X RAM সাপোর্ট।

এছাড়াও Nothing Phone 2 স্মার্টফোনের স্টোরেজ হিসাবে 256GB না হয় 512GB স্টোরেজ অপশন। তবে স্টোরেজ কোয়ালিটি কনফার্ম জানা যায়নি। লিক থেকে জানা গিয়েছে এই ফোনে UFS3.1 না হয় UFS 4.0 স্টোরেজ টাইপ থাকতে পারে।

আপনাদের সবাইকে জানিয়ে রাখি এই সমস্ত স্পেসিফিকেশন গুলি আমরা লাইকের মাধ্যমে পেয়েছি। এগুলি এখনও পর্যন্ত 100% কনফার্ম নয়। তবে এগুলি থাকতে পারে বলে আশা করা হচ্ছে। আমাদের সাথে জুড়ে থাকুন আর পেয়ে জান প্রতিদিন নতুন নতুন টেকনোলজি খবর বাংলায়।