Omnivision 8K ভিডিও সাপোর্টের সাথে 200MP ইমেজ সেন্সর লঞ্চ করল অবাক করা সমস্ত ফিচারের সাথে

HIGHLIGHTS:

  • Omnivision এর ইমেজ সেন্সরটি 200MP
  • এই সেন্সরটি 4K 120fps এবং 8k ভিডিও রেকর্ডিং করতে সক্ষম
  • 100% Quad-phase detection (QPD)
  • এই ইমেজ সেন্সরটি Q4 2022 তে দেখা যাবে

অনেক স্মার্টফোন কোম্পানি Sony কিংবা Samsung কে খুজে বেড়াই ক্যামেরা সেন্সরের জন্য। কিন্তু এবার Omnivision এমন এক ইমেজ সেন্সর লঞ্চ করলো যা দেখে তো নেট দুনিয়ায় সবাই অবাক হচ্ছেন। এর আগে স্যামসাং তাদের প্রথম 200MP ক্যামেরা লঞ্চ করেছিল। কিন্তু স্যামসাং এর কোনো অফিসিয়াল স্মার্টফোন কিংবা ফ্লাগশিপ ফোনে 200MP ক্যামেরার ইউজ হয়নি, তবে আমরা মটোরোলার একটি ফোনে এই 200MP ক্যামেরার কিছু রূমৌর শুনতে পেয়েছি। প্রথমে 8MP, 12MP, 48MP, 64MP, 108MP এবং এবার সর্বশেষে 200MP এর ট্রেন্ডস চলবে পুরো স্মার্টফোন মার্কেটে।

আরও পড়ুন:USB Type C ও 5G এর সাথে আসতে চলেছে Apple iPad 10th জেনারেশন

এবার আমরা এই Omnivision 200MP ক্যামেরার কিছু ফিচার নিয়ে কথা বলবো। Omnivision নতুন ইমেজ সেন্সরে থাকবে পুরো জায়েন্ট আকারের 1/1.4 ইঞ্চির একটি 200MP ইমেজ সেন্সর। এই সেন্সরের সাহায্যে এবার low light কিংবা রাতের ফটোগ্রাফি হবে একেবারে নেক্সট লেভেল। তবে জানিয়ে রাখি সাইজ এবং MP অনেক বেশি হওয়ার জন্য পৃথিবীর যেকোনো অ্যান্ড্রয়েড প্রসেসর এই ইমেজ সেন্সরকে সাপোর্ট করবেনা শুধুমাত্র ফ্লাগশিপ হাই লেভেলের চিপসেট ছাড়া।

আরও পড়ুন: 50MP OIS ক্যামেরা ও Snapdragon 695 সম্পূর্ণ Samsung Galaxy A23 গ্লোবাল মার্কেটে ঘোষণা হল

এই Omnivision 200MP ক্যামেরা কিংবা ইমেজ সেন্সর দিচ্ছে 4K 120fps ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট এবং 8K পর্যন্ত ভিডিও রেকর্ডিংএর সাপোর্ট থাকবে বলে জানা যাচ্ছে। এছাড়াও এই Omnivision 200MP সাপোর্ট পিক্সেল থাকবে 4 ইন 1 কিংবা 16 ইন 1। আর সাথে এই ইমেজ সেন্সরের সাইজ হবে 0.56um । আর থাকবে 100% কোয়াড ফেস ডিটেকশন ফিচার।

আরও পড়ুন: Whatsapp এর নতুন ‘Login Approval’ ফিচার | WhatsApp hack করা হবে অসম্ভব

আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।

মন্তব্য করুন