কিছুক্ষন আগেই OnePlus তাদের 10 সিরিজের নতুন স্মার্টফোন OnePlus 10T লঞ্চ করেছে। এর আগে তারা OnePlus তাদের OnePlus 10 Pro, 10R এর মত ফ্লাগশিপ লঞ্চ করেছে। কিন্তু এবার তারা তাদের আল্ট্রা ফ্লাগশিপ ফোন OnePlus 10T লঞ্চ করলো দুর্দান্ত ফিচারের সাথে। চলুন জেনে নিই এই স্মার্টফোনের সমস্ত দুর্দান্ত ফিচার।
Display Specifications: OnePlus 10T 5G ফোনে আছে 120Hz রিফ্রেশ রেট এর সাথে 6.7 ইঞ্চির একটি FHD+ AMOLED ডিসপ্লে। সাথে থাকছে 950নিট সুপার ব্রাইটনেস এবং 1000 Hz touch response রেট।
এই স্মার্টফোনটির ডিসপ্লে আদপটিভ রিফ্রেশ রেট এর সাথে আছে, যেটির মানে হল এটির রিফ্রেশ রেট 60Hz, 90Hz ও 120 Hz এর মধ্যে অ্যাডজাস্ট ভাবে থাকবে। এর ফলে স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো হবে। এছাড়াও OnePlus 10T ফোনের ডিসপ্লে HDR 10+ সার্টিফাইড পেয়েছে।
PROCESSOR: এই ফোনে প্রসেসর হিসাবে দেওয়া আছে Qualcomm এর থেকে আসা পাওয়ারফুল প্রসেসর Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট। OnePlus এবার তাদের ফ্লাগশিপ ফোনে নতুন 3D liquid cooling সিস্টেম ব্যাবহার করেছে, সাথে LPDDR5 RAM সাপোর্ট এবং UFS 3.1 স্টোরেজ সাপোর্ট।
CAMERA Specifications: OnePlus 10T 5G স্মার্টফোনে Sony IMX766 OIS ক্যামেরা সেন্সর এর সাথে 50MP এর একটি প্রাইমারি ক্যামেরা লেন্স ও সাথে 8MP আল্ট্রা ওয়াইড 119° ফিল্ড অফ ভিউ এর সাথে এবং আরো একটি ম্যাক্রো ক্যামেরার সাথে মোট তিনটি ব্যাক ক্যামেরা আছে। আর সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা।
Battery capacity: OnePlus 10T 5G স্মার্টফোনে একটি 4,800mAh এর বিখ্যাত 7C ব্যাটারির সাথে 150W fast চার্জিং সাপোর্টও আছে, যেটি মাত্র 19 মিনিটে ফোনটিকে 1 থেকে 100% করে দিতে সক্ষম। আর অন্যান্য ব্যাটারি ফিচারের মধ্যে আছে 1600 চার্জ সাইকেল, ব্যাটারি হিলিং টেকনোলজি, ডুয়াল ব্যাটারি সিস্টেম ইত্যাদি।
Colour and Price: এই ফোনটি দুটি সুন্দর কালারের সাথে লঞ্চ হয়েছে। একটি Moonnight blue এবং আরেকটি Jade Green কালার। OnePlus 10T 5G ফোনের দাম 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট হচ্ছে 49,999 টাকা এবং 12GB+256GB ভ্যারিয়েন্ট এর দাম 54,999 টাকা এবং 16GB+256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম হয়েছে 55,999 টাকা।