এই আগস্ট মাসেই OnePlus এর থেকে OnePlus 10T 5G এবং iQOO এর থেকে iQOO 9T 5G এই দুটি সেরা ফোন বাজারে লঞ্চ হয়েছে। এবার এখানে কোনো সন্ধেয় নেই যে এই দুটি ফোনের specifications এবং দাম একদম সেরা, তবে আমরা আজকে এই দুটি ফোনের মধ্যে কোনটি সেরা সেটি খুব ভালোভাবে জানবো। এবার আমরা ডিটেইলস গিয়ে সমস্ত কিছু দেখবো।

Display Specifications:
iQOO 9T 5G ফোনে আছে 6.78 ইঞ্চির 120Hz রিফ্রেস রেট সম্পূর্ণ একটি FHD+ E5 AMOLED ডিসপ্লে । যেটি আগের জেনারেশনের E4 AMOLED এর থেকে প্রায় 25% ভালো। সাথে HDR 10+ সাপোর্ট এবং 1500NITS পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট আছে।
ওপর দিকে OnePlus 10T 5G ফোনে 6.7 ইঞ্চির একটি FHD+ ফ্লুইড 120Hz আদপ্তিভ রিফ্রেশ রেট সম্পূর্ণ একটি অ্যামোলেড ডিসপ্লে আছে, যেটি 60/90/120Hz রিফ্রেশ রেট নিজে নিজে অ্যাডজাস্ট করতে সক্ষম। এছড়াও HDR 10+ , 10bit কালার সাপোর্ট আছে।
মতামত: এতে কোনো সন্ধেয় নেই যে OnePlus 10T 5G এবং iQOO 9T 5G দুটি ফোনের ডিসপ্লে অসাধারণ। কিন্তু যদি সেরার সেরা বেছে নিতে হয় তাহলে বলবো iQOO 9T 5G ফোনের ডিসপ্লে এর দিকে অনেকটা এগিয়ে।
প্রসেসর, RAM এবং স্টোরেজ:
একদিকে যেমন OnePlus 10T 5G স্মার্টফোনে Qualcomm এর Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট আছে ঠিক ওপর দিকে iQOO 9T 5G ফোনেও TSMC 4nm টেকনলজির উপর তৈরি Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট আছে। প্রসেসর এর দিকে থেকে দুটি ফোনেই সেরা চিপসেট আছে।
OnePlus 10T 5G ফোনে উন্নত মানের LPDDR5 RAM সাপোর্ট এবং UFS 3.1 স্টোরেজ সাপোর্ট আছে ওপর দিকে iQOO 9T 5G স্মার্টফোনে Enhanced LPDDR5 RAM সাপোর্ট আছে, যেটি LPDDR5 RAM এর থেকে 16% দ্রুত এবং Enhanced UFS 3.1 STORAGE সাপোর্ট আছে যেটি UFS 3.1 এর থেকে 42% বেশি দ্রুত।
মতামত: এই দুটি স্মার্টফোনের প্রসেসর, ram, স্টোরেজের দিকে তাকিয়ে খুব সহজেই বোঝা যায় যে iQOO 9T 5G ফোনটিতে উন্নত মানের Enhanced RAM ও স্টোরেজ সিস্টেম থাকায় খুব সহজেই এই দিক থেকে এই ফোনটি সেরা।
আরও পড়ুন: 200MP ক্যামেরা ও 125W ফাস্ট চার্জিং সহ Moto X30 Pro এবার TENNA সার্টিফিকেটে দেখা গিয়েছে
Camera Specifications:
OnePlus 10T 5G ফোনে পিছনে 50+12+2MP তিনটি ক্যামেরা আছে। 50MP Sony IMX766 ক্যামেরা সেন্সর, 8MP ultra wide ক্যামেরা সেন্সর এবং 2 MP এর একটি ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। ওপর দিকে iQOO 9T 5G ফোনেও তিনটি ক্যামেরা দেওয়া আছে। একটি 50MP GN5 OIS এর সাথে আল্ট্রা সেন্সিং ক্যামেরা এবং 13MP এর আল্ট্রা wide ক্যামেরা সেন্সর এবং শেষে 12MP এর professional portrait ক্যামেরা।
OnePlus 10T ফোনে 16MP এর সামনের সেলফি ক্যামেরা আছে এবং iQOO 9T 5G ফোনে 12MP এর ক্যামেরা দেওয়া আছে। এছড়াও দুটি ফোনেই নাইট ফটো, HDR ফটো, জুম, portrait, pro mode, movie mode video 4k 60FPS সাপোর্ট ইত্যাদি ফিচারগুলো আছে।
মতামত: এবার যদি দুটি ফোনের মধ্যে সেরা ফোনটি বেছে নিতে হয় তাহলে বলতে হবে iQOO 9T 5G ক্যামেরার দিক থাকে একদম সেরা একটি ফোন। কারণ MP এর দিক থেকে যেমন iQOO 9T এগিয়ে ঠিক তেমনি এই স্মার্টফোনে একটি আলাদা V1+ chip আছে ভালো ফটো ক্যাপচার করার জন্য, যেই ফিচারটি এই ফোনকে খুব সহজেই winner করে তুলেছে।
আরও পড়ুন: 120Hz রিফ্রেশ রেট ও 50MP GN5 ক্যামেরা সেন্সর নিয়ে বাজারে আসল iQOO 9T 5G
Battery and Price:
iQOO 9T 5G ফোনে 120W ফাস্ট চার্জিং সহ 4700mAh এর একটি দুর্দান্ত ব্যাটারি ব্যাবহার করা হয়েছে 6টি আলাদা আলাদা সেলের সাথে। এই ফোনটি মাত্র 8মিনিটে 50% চার্জ করতে পারে এবং 20 মিনিটে 100% চার্জ করতে পারে।
ওপর দিকে OnePlus 10T 5G ফোনে 150W Super Vocc ফাস্ট চার্জিং সহ 4800mAh এর ডুয়াল সেল ব্যাটারি ব্যাবহার করা হয়েছে। 1 থেকে 100% চার্জ হতে মাত্র 19 মিনিট সময় লাগে। এবং প্রথম তিন মিনিট চার্জ হয় প্রায় 20%।
এবার আসি দামের কথায়। OnePlus 10T 5G ফোনের 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম হচ্ছে 49,999 টাকা এবং 12GB+256GB ভ্যারিয়েন্ট এর দাম 54,999 টাকা এবং 16GB+256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম হয়েছে 55,999 টাকা। এবং
iQOO 9T 5G ফোনের 8GB+128GB ভ্যারিয়েন্ট দাম 49,999 টাকা তবে ব্যাংক কার্ডের অফারে এই ফোনটি 45,999 টাকায় পাওয়া যাবে। 12GB+256GB ভ্যারিয়েন্ট দাম 54,999 টাকা অফারে 50,999 টাকায় পাওয়া যাবে।
মতামত: এই দুটি ফোনের মধ্যে winner কে বোঝাই যাচ্ছে। একদিকে যেমন 120W ফাস্ট চার্জিং তেমনি অন্যদিকে 150W ফাস্ট চার্জিং। তবে আমি বলতে পারি ব্যাটারির দিক থেকে এখানে ক্লিয়ার winner হল OnePlus 10T 5G স্মার্টফোন।
আরও পড়ুন: iPhone 14 Pro Max এর নকল Phone X14 Pro Max লঞ্চ হল চায়নাতে
সর্বশেষ মতামত:
সমস্ত ফিচার ও দামের দিকে তাকিয়ে বলতে পারে এই দুটি iQOO 9T 5G ও OnePlus 10T 5G ফোনের মধ্যে বেশি আকাশ পাতাল তফাৎ নেই। কেও ক্যামেরার দিকে এগিয়ে এবার কেও ব্যাটারির দিক থেকে এগিয়ে। সর্বশেষে বলতে পারি যে IQOO 9T 5G ফোনটি কোনো না কোনো দিক থেকে এগিয়ে আছে, সেই কারণে এই দুটি ফোনের মধ্যে iQOO 9T 5G ফোন হলো আজকের winner এবং সেরা স্মার্টফোন।