
OnePlus 11 5G স্মার্টফোনের পর এবার OnePlus 11R স্মার্টফোনের স্পেসিফিকেশন ও প্রথম লুক লঞ্চের আগেই হল ফাঁস। আগামী 7 ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে OnePlus 11R স্মার্টফোনটি, যেটি চায়নাতে OnePlus Ace 2 নামে লঞ্চ হয়েছে। বিভিন্ন লিক থেকে আমরা এই ফোনের কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম সমন্ধে আমরা জানতে পেরেছি। Smartprix অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আমরা OnePlus 11R স্মার্টফোনের অনেক ফিচার জানতে পেরেছি, সেগুলি নিচে আলোচনা করা হল।
আরও পড়ুন: লঞ্চের আগেই Poco X5 ও Poco X5 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ছবি হল ফাঁস
.
OnePlus 11R 5G স্মার্টফোনে স্পেসিফিকেশন ও ফিচার
আগামী 7 ফেব্রুয়ারি জনপ্রিয় সিরিজ OnePlus 11R লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে। OnePlus এর থেকে এই ফ্লাগশিপ স্মার্টফোনে থাকছে পাওয়ারফুল কোয়ালকম সনাপড্রাগণ 8 প্লাস জেন 1 প্রসেসর, সাথে থাকছে 100W দুর্দান্ত ফাস্ট চার্জিং সহ 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি। আর স্মার্টফোনের ডিসপ্লে হিসাবে থাকছে 6.7 ইঞ্চির 120Hz রিফ্রেস রেট সম্পূর্ণ একটি ফুল HD+ 1.5k OLED ডিসপ্লে। পিছনে ক্যামেরা হিসাবে থাকছে 50MP প্রাইমারি ক্যামেরার সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা, আর সুন্দর সেলফি তোলার জন্য আছে 16MP সেলফি ক্যামেরা।
OnePlus 11R Key Specs#OnePlus #OnePlusAce2 #OnePlus11R pic.twitter.com/Ww7qZGw8md
— Smartprix (@Smartprix) January 30, 2023
সাথে আরো থাকছে LPDDR5 RAM, UFS 3.1 স্টোরেজ সিস্টেম, আর OnePlus 11R স্মার্টফোনটি পরিচালিত হবে Android 13 অপারেটিং সিস্টেমের উপর। এছাড়াও ডুয়েল স্টেরিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, প্লাস্টিক ফ্রেম এবং X-axis হাপটিক মোটর।
OnePlus 11R 5G specs
— Abhishek Yadav (@yabhishekhd) January 30, 2023
6.7" 1.5K OLED display, 120Hz refresh rate, 2160Hz PWM dimming
Snapdragon 8+ Gen 1
LPDDR5 RAM, UFS 3.1 storage
Android 13
50MP IMX890+8MP+2MP
16MP front
5000mAh battery 100 watt charging
In-display FP scanner
Dual speakers
X-axis haptic motor
Plastic frame pic.twitter.com/baUAU89kXZ
আরো প্রতিদিন Tech News পেতে আমাদের Google News পেজ সাবস্ক্রাইব করুন এবং Twitter Page ও Facebook Page লাইক করুন। এখানে আমরা প্রতিদিন, নতুন মোবাইল নিউজ, টেক নিউজ, লটারি নিউজ এবং ট্রেন্ডিং নিউজ দিয়ে থাকি।