বর্তমানে যেনো দিন দিন ফল্ড ফোনের বাজার বাড়তেই চলেছে। সর্বপ্রথম স্যামসাং শুরু করে এই ফোল্ড ফোনের ট্রেন্ডিং। এখন কয়েকদিন ধরেই OnePlus তাদের ফোল্ড ফোন লঞ্চ করার প্ল্যান করছে, সেটি আমরা বিভিন্ন লিকস্টার দের কাছ থেকে জানতে পেরেছি। বিখ্যাত ফাঁসকারী অভিষেক যাধব এর থেকে জানা গিয়েছে OnePlus তাদের নতুন ফোল্ড ফোনটি OnePlus Fold নামেই আগামী ১৬ জুন বাজারে আনতে চলেছে। এর সাথে সাথে তাদের Nord সিরিজের আরেকটি ফোন লঞ্চ করার জন্য প্ল্যান করছে।
OnePlus Fold এবং OnePlus Nord 3 স্মার্টফোন লঞ্চ ডেট
টুইটারের বিখ্যাত ফাঁসকারী অভিষেক Jadhav জানিয়েছেন আগামী ১৬ জুন যেমন OnePlus Fold লঞ্চ হতে পারে, ঠিক তেমনি আগামী মাসে আগস্ট ১৯ লঞ্চ হতে পারে OnePlus Nord 3 স্মার্টফোন।
বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি OnePlus এর ফোল্ড ফোনে থাকতে চলেছে ৮ ইঞ্চি QHD+ ফোল্ডেবল ওলেড (OLED) প্রাইমারি ডিসপ্লে এবং ৬.৫ ইঞ্চির ফুলএইচডি+ ওলেড সেকেন্ডারি প্যানেল সহ আসতে পারে। এছাড়াও এই ডিভাইসটিতে থাকবে কোয়ালকম Snapdragon ৮ জেন ২ প্রসেসর।
এবার আসি নর্ড ৩ স্মার্টফোনের দিকে। OnePlus Nord স্মার্টফোনে থাকতে চলেছে মিডিয়াটেক দায়মন্সিটি ৯০০০ প্রসেসর এবং ৬.৭৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। জানিয়ে রাখি, ‘OnePlus Road Trip Futurebound’ হলকোম্পানির লেটেস্ট প্রোমোশনাল ক্যাম্পেইন যা একটি রোড ট্রিপ দিয়ে শুরু হবে।