Highlights Features
- OnePlus Nord 2T ভারতে লঞ্চ হতে চলেছে।
- Starting Price থাকবে ₹28,999 টাকা।
- 80W ফাস্ট চার্জিং থাকছে।
OnePlus confirm জানিয়ে দিয়েছে যে তারা তাদের Nord সিরিজের একটি ফোন খুব দ্রুতই ভারতে লঞ্চ করতে চলেছে। কোম্পানি এমনকি একটি teaser লঞ্চ করে দিয়েছে তাদের ভারতের website এ, যেটা দেখে বোঝা যাচ্ছে তারা খুব তাড়াতাড়ি তাদের এই ফোনটি লঞ্চ করতে চলেছে। OnePlus Nord 2T ফোনের লঞ্চ date তারা অফিসিয়াল ভাবে জানায়নি, কিন্তু তারা খুব তাড়াতাড়ি launch date ঘোষণা করবে। নিচে আমরা এই মোবাইল সমন্ধে বড়ো বড়ো লিকার দের থেকে অনেক তথ্য ও এই ফোনের exact specifications তুলে ধরেছি।
OnePlus Nord 2T India Launch Date
এই ফোনের লঞ্চ ডেট এখনও অফিসিয়াল ভাবে announch হয়নি। কিন্তু আমরা Mukul Sharma থেকে ইন্ডিয়ান ওয়েবসাইটে একটি screenshot থেকে জানতে পেরেছি যে OnePlus Nord 2T July 1 তারিখে লঞ্চ হবে। এর মানে লঞ্চ ডেটের আর মাত্র 3 দিন বাকি। আরও তথ্য সামনে এসেছে যে এই ইভেন্টটি সন্ধ্যা 7 P.M হতে চলেছে।
Specifications: OnePlus তাদের অফিসিয়াল ওয়েবসাইটে OnePlus Nord 2T অনেকগুলি ফিচার আমাদের সামনে নিয়ে এসেছে। সেগুলিই আমরা আলোচনা করবো
Display: OnePlus Nord 2T ফোনের ডিসপ্লে 6.53inches FHD+ HIGH RESOLUTION AMOLED স্ক্রীন, যেটাতে থাকছে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট। এমনকি Corning Gorilla glass 5 এর সাপোর্ট ও আমরা এই ফোনে দেখতে পাবো। Processor: OnePlus Nord 2T ডিভাইসে একটি Mediatek Dimensity 1300 প্রসেসর থাকবে। এই প্রসেসরটি মিডিয়াটেকের তরফ থেকে আসা একটি ভালো mid-range প্রসেসর।
Camera Specifications OnePlus Nord 2T ফোনে 3টি ক্যামেরা সাপোর্ট থাকবে। একটি Sony IMX766 সেন্সর সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP Sony IMX355 sensor সহ ultra-wide angle ক্যামেরা এবং 2MP এর একটি monochrome ক্যামেরা সেন্সর থাকবে। এবং সামনে Sony IMX615 ক্যামেরা সেন্সর সহ একটি 32MP front camera থাকবে clear selfie ও দুর্দান্ত ভিডিও কলের জন্য।
Battery capacity
OnePlus Nord 2T mid-range ডিভাইসে 80W ফাস্ট চার্জিং যুক্ত একটি 4500mAh ব্যাটারি থাকবে। যা এখন আমরা OnePlus 10R ফোনেও দেখতে পায়। Expected Price In India OnePlus Nord 2T ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ সহ স্টার্টিং প্রাইস হবে ₹28,999 টাকা, 12GB + 256GB মডেলের দাম হবে ₹33,999 টাকা। এই মোবাইলে SHADOW GREY এবং Jade Frog নামে দুটি Colors থাকবে। এর সাথে কোম্পানি 4000 টাকা ডিসকাউন্ট সহ এই ফোনটি লঞ্চ করতে পারে।