গত বছর, OnePlus তাদের Nord পরিবারে OnePlus Nord CE নামে নতুন এক SmartPhone add করেছিল। যেই ফোনটি Xiaomi ও Realme কোম্পানির তুলনায় অনেক বেশী মার্কেট দখল করেছিল নিজের Price range হিসাবে। OnePlus Nord CE 2021 সালের এক Great All Rounder Phone হিসাবে মার্কেটে জায়গা করে নেয়। এখানে কোনো সন্ধেহ নেই যে এই Nord CE ফোনটি OnePlus কোম্পানিকে অনেক amount এনে দিয়েছে, তাই কোম্পানি Nord CE পরিবারে আর একটি ফোন লঞ্চ করার জন্য Planning করছে।
গত মাসে আমরা বিভিন্ন লিক থেকে OnePlus Nord CE 2 এর First look দেখেছিলাম। এখন নতুন একটি লিক থেকে জানা যাচ্ছে নতুন ফোনটির Officially লঞ্চ date পরের মাসে আসতে চলেছে।

Max Jambor ( যার OnePlus product leaks এর ভালো ট্রাক রেকর্ড রয়েছে ) এর মতে, OnePlus খুব তাড়াতাড়ি Nord CE এর successor পরের মাসে লঞ্চ করতে চলেছে। রেন্ডার থেকে জানা যাচ্ছে February মাসে 11 তারিখে নতুন ফোনটি লঞ্চ হবে – SamSung Galaxy S22 সিরিজ 9 February লঞ্চ হবার 2 দিন পরে লঞ্চ হতে চলেছে।
18 GB RAM সহ Lenovo Legion Series নতুন দুটি gaming Smartphone launched করতে চলেছে।
এই বছর OnePlus Nord CE 2 ফোনটি খুব দ্রুত লঞ্চ হতে চলেছে যেখানে OnePlus Nord CE গত বছর June মাসে লঞ্চ হয়েছিল। এখানে গুরত্বপূর্ন বিষয় হলো OnePlus Company এখনও পর্যন্ত Nord CE 2 সম্পর্কে Officialy কিছু জানায়নি। কিন্তু লিকগুলি যদি সত্য হয় তাহলে আর মাত্র কয়েকদিন পরেই কোম্পানি এই ফোনটির Teaser লঞ্চ করবে।
Oneplus Nord CE 2 Display: আগের লিক থেকে জানা যায়, OnePlus Nord CE 2 ( Codename Ivan ) ফোনটিতে থাকবে ফ্ল্যাট edge সম্পূর্ণ punch hole camera থাকবে সামনে এবং rectangular camera থাকবে পিছনে। বিভিন্ন লিক থেকে জানা যাচ্ছে এই ফোনটিতে 6.4 inch 90 Hz refresh rate সম্পূর্ন AMOLED Display থাকবে।
CPU and RAM: CE 2 ফোনে থাকবে MediaTek’s Dimensity 900 chipset ( যেখানে Nord CE তে ছিল Snapdragon 750G SoC ছিল ) থাকবে। এই চিপসেটের সঙ্গে থাকবে 12 GB RAM সহ 256 GB স্টোরেজ।
CAMERA: ক্যামেরার দিক থেকে দেখলে বোঝা যায় ONEPLUS এক অন্যতম জায়গা করে নিয়েছে মার্কেটে। তাই আশা মত এবার নতুন ONEPLUS NORD CE 2 তে 64 MP Primary shooter, 8 MP ultra-wide camera এবং 2 MP macro lens থাকবে।
Source: Nord CE 2