Oppo A97 MediaTek 810 চিপ ও 5000 mAh ব্যাটারির সাথে লঞ্চ হলো | Price, feature, launch date etc.

গত সপ্তাহে Oppo A97 লঞ্চ হয়েছিল কিন্তু এখন এটি অফিসিয়াল ভাবে available হয়ে গিয়েছে বিশেষ করে চায়নার মার্কেটে। এই ডিভাইসে মিডিয়াটেকের তরফ থেকে MediaTek Dimensity 810 প্রসেসর এবং Android 12 system ও ColorOS 12 এর উপর পরিচালিত। Oppo A97 হ্যান্ডসেটটি নীল ও কালো রঙে লঞ্চ হয়েছে যার চায়নাতে দাম রাখা হয়েছে 2,099 CNY যা ভারতীয় টাকায় প্রায় 25,000 টাকা। এই ফোনটি চায়নাতে আগামী 15 জুলাই থেকে shipping এর জন্য available হয়ে যাবে। অন্যান্য মার্কেটে আসবে কিনা তা এখনও জানা যায়নি। এই ফোনটি 12GB highest RAM ও 256GB highest স্টোরেজের সাপোর্ট আছে, এছাড়াও এটিতে ভার্চুয়াল RAM এর সাপোর্ট Oppo A97 স্মার্টফোনের RAM কে বাড়িয়ে 19 GB করতে সক্ষম।

Read More: এখন ঘরে বসে LED লাইট জ্বালিয়ে হাজার মশা মেরে ফেলুন

Virtual RAM সাধারণত ইন্টারনাল মেমোরি কে ব্যাবহার করে তৈরি যা বিশেষ করে multi-tasking এর ক্ষেত্রে বেশি কাজে লাগে। Oppo A97 হ্যান্ডসেটে 6.6 ইঞ্চির একটি FULL HD + IPS LCD স্ক্রীন ব্যাবহার করা হয়েছে সাথে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটিতে পিছনে ডুয়াল ক্যামেরা সিস্টেম ব্যাবহার করা হয়েছে । একটি 48MP এর প্রাইমারি ক্যামেরা যা details সহ ফটো ক্যাপচার করতে সক্ষম এবং আরেকটি 2 MP এর depth ক্যামেরা যা পিছনের background blur করতে ব্যাবহার হয়।

এবং সেলফি তোলার জন্য সামনে একটি notch যুক্ত 12 মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যাবহার হয়েছে। Oppo A97 স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং সহ একটি বিশাল 5000 mAh এর ব্যাটারি প্রদান করা হয়েছে। আর অন্যান্য ফিচার গুলির মধ্যে রয়েছে 5G, 4G, 3.3mm হেডফোন জ্যাক, USB Type C ক্যাবল, সাইডে fingerprint সেন্সর, স্টেরিও স্পিকার সাপোর্ট।

Source:

মন্তব্য করুন