বৃহস্পতিবার, মার্চ 23নিউস এখন বাংলায়

Oppo Find N2 Flip 15 ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে

Oppo তাদের ফ্লিপ ফোন Oppo Find N2 Flip স্মার্টফোন তাদের find সিরিজের Find N3 Flip স্মার্টফোনের সঙ্গে লঞ্চ করতে চলেছে। Oppo Find N2 Flip ফোনটি গত বছর ডিসেম্বর মাসে চায়নাতে লঞ্চ হয়েছিল। এখন অপো তাদের ফ্লিপ ফোনকে এই বছরের 15 ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। চলুন জেনে নিই এই স্মার্টফোনের ফিচারগুলো সম্পর্কে।

Oppo Find N2 Flip স্মার্টফোন 15 ফেব্রুয়ারি 8pm লঞ্চ হবে গ্লোবালি। এই ফ্লিপ ফোনের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে অপো সমস্ত সোসিয়াল মিডিয়ার চ্যানেলে। আগামী 15 ফেব্রুয়ারি ৮ টার সময় আপনি অপো ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য সোসিয়াল মিডিয়ার চ্যানেলে ইভেন্ট দেখতে পারবেন।

Oppo Find N2 Flip স্মার্টফোনে একটি১২০hz রিফ্রেস রেট সহ 6.8 ইঞ্চির OLED প্রাইমারি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। সাথে থাকবে ১৬০০ নিট পিক ব্রাইটনেস এবং HDR 10+ সাপোর্ট। এই স্মার্টফোনের একটি দ্বিতীয় স্ক্রীন থাকবে যেটি 3.26 ইঞ্চির আরেকটি অ্যামোলেড ডিসপ্লে। অপোর এই স্মার্টফোনটি স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ ৪ ফোনকে টেক্কা দিয়ে বাজারে আসছে।

অপো এই স্মার্ট ফ্লিপ ফোনে প্রসেসর হিসাবে MediaTek Dimensity 9000 প্রসেসর, 16GB RAM সাপোর্ট এবং 512GB স্টোরেজ সাপোর্ট। Oppo Find N2 Flip স্মার্ট ফ্লিপ ফোনটি Samsung Galaxy Z Flip 4 স্মার্টফোনের মত কালো, সোনালী এবং বেগুনি কালারের সাথে লঞ্চ হতে পারে।

Oppo Find N2 Flip স্মার্টফোনে দুটো পিছনের ক্যামেরা থাকবে। একটি 50MP প্রাইমারি হাই মেগাপিক্সেল ক্যামেরা এবং আরেকটি 8MP এর আল্ট্রা উইড ক্যামেরা সেন্সর। এছাড়াও সামনে সেলফির জন্য থাকবে 32MP সেলফি শুটার। এছাড়াও 44W ফাস্ট চার্জিং সহ 4400 mAh এর একটি ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও ফ্লিপ ফোনটি ColorOS 13 এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হবে।

এছাড়াও Oppo Find N2 Flip স্মার্টফোনের দাম এবং অন্যান্য ফিচার সরাসরি লঞ্চ ইভেন্টে জানা যাবে আগামী 15 ফেব্রুয়ারি। এছাড়াও যে সমস্ত ফিচার গুলি জানানো হল সেগুলি অফিসিয়াল ভাবে জানা যায়নি, বিভিন্ন লোকের মাধ্যমে জানা গিয়েছে। আরও টেকনোলজির খবর জানতে আমাদের সাথে জুড়ে থাকুন।