Oppo Find X6 স্মার্টফোন এখন গীকবেঞ্চ ওয়েবসাইটে দেখা গেল। সাথে সাথে আরো অনেক তথ্য বেরিয়ে আসলো অপোর এই ফ্লাগশিপ স্মার্টফোনটির সম্পর্কে। অপো ফাইন্ড এক্স সিরিজ সব সময় উন্নত ক্যামেরা এবং দ্রুতগতির প্রসেসর প্রদান করে থাকে। ঠিক একই রকম ভাবে অপো ফাইন্ড এক্স ৬ স্মার্টফোনটির প্রসেসর থেকে শুরু করে ক্যামেরা এবং আরো অনেক তথ্য বেরিয়ে আসলো। সর্বপ্রথম অপো ফাইন্ড এক্স ৬ স্মার্টফোনটি PGFM10 মডেল নম্বরের সাথে অফিসিয়াল গীকবেঞ্চ ওয়েবসাইটে দেখা গিয়েছে, সাথে মোবাইলটির অন্যান্য ফিচার গুলি বেরিয়ে এসেছে। দেখে নিন সমস্ত ফিচারগুলো।
Oppo Find X6 স্মার্টফোনের গীকবেঞ্চ সিঙ্গেল এবং malti কর স্কোর
অপো ফাইন্ড এক্স ৬ স্মার্টফোনটি PGFM10 মডেল নম্বর সহ সিঙ্গেল স্কোর ও মাল্টি স্কোর বেরিয়ে এসেছে। গীকবেঞ্চ ওয়েবসাইটে অপো ফাইন্ড এক্স ৬ স্মার্টফোনটির সিঙ্গেল স্কোর এসেছে 1806 এবং মাল্টি স্কোর এসেছে 4705। যেখানে বিভিন্ন ফাঁসকারীদের মতে এটি মিডিয়াটেকের দাইমেন্সিতি ৯২০০ প্রসেসর।
Oppo Find X6 স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার
অপো ফাইন্ড এক্স ৬ স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার গীক বেঞ্চ ওয়েবসাইটে লিস্ট হওয়ার সাথে সাথেই ফিচারগুলো ফাঁস হয়েছে। অপো এই স্মার্টফোনে থাকবে OLED ডিসপ্লে, সাথে থাকতে পারে মিডিয়াটেকের দাইমেন্সিতী ৯২০০ ৮টি কোরের প্রসেসর, সনি IMX890 দুটি সেন্সর, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪৮০০ এমএএইচ ব্যাটারি। অপো ফাইন্ড এক্স ৬ স্মার্টফোনের পিছনে আছে তিনটি সনি ক্যামেরা সেন্সর। প্রথমটি সনি IMX890, দ্বিতীয়টি JN1 সেন্সর এবং আরেকটি সনি IMX 890 ক্যামেরা সেন্সর।