13GB RAM ও 128GB স্টোরেজের সাথে লঞ্চ হল Oppo K10 5G মাত্র 17499 টাকায়। জেনে নিন আরো কিছু ফিচার..

Oppo K10 5G Phone Specifications: 8 June 2022, Oppo তাদের বাজেট midrange ফোন Oppo K10 লঞ্চ করলো ভারতে। এই ফোনের কম দামের মধ্যে অবিশ্বাস কিছু ফিচার দেওয়া হয়েছে। এক নজরে দেখে নিন কিছু ফিচার| Oppo K10 5G Display: Oppo K10 5G ফোনে থাকবে একটি HD+ 90Hz রিফ্রেশ রেট সম্পূর্ণ একটি IPS LCD ডিসপ্লে। Processor: K10 5G ফোনে দেওয়া হয়েছে MediaTek Dimensity 810 প্রসেসর। এই processor একটি 5G প্রসেসর, যেটি প্রধানত 20000 টাকার ফোনের জন্য ব্যাবহার করা হয়।

Camera: Oppo K10 5G ফোনে আছে একটি 48MP এর একটি মেন ক্যামেরা ও 2MP এর একটি depth camera থাকবে। সামনে 8MP(IMX 355) এর একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। RAM & STORAGE: Oppo K10 5G ফোনে 8GB LPDDR4X (+5GB virtual RAM) RAM আছে এবং 128GB UFS 2.2 storage দেওয়া আছে। Battery: K10 5G ফোনে রয়েছে 33W fast charging সহ একটি 5000 mAh এর বিশাল ব্যাটারি। Operating Systems: এই ফোনে দেওয়া হয়েছে নতুন Android 12 সিস্টেম ও সাথে আপডেটেড Color OS 12.1 দেওয়া হয়েছে।

Full Details:

OPPOK105G Launched in India

– 6.6″ HD+ 90Hz IPS LCD Display
– MediaTek Dimensity 810
– 8MP (IMX355) Front Camera
– 48MP Main + 2MP Depth Rear Camera
– 8GB LPDDR4x (+5GB Vritual) RAM
– 128GB UFS 2.2 Storage
– 5000mAh battery
– 33W Fast Charging
– ColorOS 12.1
– Android 12

Audio System: ডুয়েল Sterio speaker এর সাথে Integrated Audio Decoder Chip ব্যাবহার করা হয়েছে। অন্যান্য Features IPX4 Rated 7.9mm Thick 190g weight 7 5G Bands Indian Price: 8GB+128GB = ₹17,499 ₹1,500 off on SBI Bank Card

মন্তব্য করুন