Oppo Reno 10 Pro স্মার্টফোনের নতুন রেন্ডার বেরিয়ে আসলো। নতুন রেন্ডার অনুযায়ী এই স্মার্টফোনটি চায়নার ভ্যারিয়েন্ট থেকে অনেকটা আলাদা দেখাচ্ছে। নতুন রেন্ডার দেখা যাচ্ছে অপো রেনো ১০ প্রো স্মার্টফোনে থাকতে চলেছে বাঁকানো ডিসপ্লে, পাঞ্চ হোল ক্যামেরা সিস্টেম এবং পিছনের দিকে আছে তিনটি ক্যামেরা সিস্টেম। এছাড়াও এই স্মার্টফোনে আছে কোয়ালকম স্নাপড্রাগনের ৭৭৮ প্রসেসর, সঙ্গে আরো অনেক কিছু। চলুন একে একে জেনে নিই।
Oppo তাদের Reno সিরিজের তিনটি ফোন চায়নার বাজারে কিছুদিন আগেই লঞ্চ করেছে। সাথে তারা পরিকল্পনা করেছে যে তারা তাদের Oppo Reno 10, Reno 10 Pro, এবং Oppo Reno 10 Pro plus স্মার্টফোনগুলো ভারত তথা গ্লোবাল মার্কেটে লঞ্চ করার।
91Mobile এর একটি আর্টিকেল থেকে জানা গিয়েছে তারা তাদের এই স্মার্টফোনগুলো আগামী জুলাই মাসে লঞ্চ করার প্ল্যান করছে। সাথে বিখ্যাত ফাঁসকারী Snoopytech and Sudhanshu Ambhore এই সব মোবাইলগুলোর ডিজাইন ও স্পেসিফিকেশন আমাদের সামনে ফাঁস করেছে।
Oppo Reno 10 Pro স্মার্টফোনে আছে পাঞ্চ হোল ডিসপ্লের সেলফি ক্যামেরা, অত্যন্ত চিকন বাজেল, বাঁকানো ডিসপ্লে, IR ব্লাস্টার, ইউএসবি পোর্ট সি, ভলিউম বাটন বাঁদিকে। এখন বর্তমানে পার্পল ক্যালারে এই মোবাইল এর রেন্ডার পাওয়া গিয়েছে।
Oppo Reno 10 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন (হতে পারে)
Oppo Reno 10 Pro স্মার্টফোনে থাকতে পারে ১২০ হার্টস রিফ্রেস রেটের ৬.৭ ইঞ্চির ফুল এইচডি OLED ডিসপ্লে। গ্লোবাল মডেলে থাকতে পারে কোয়ালকম সনাপড্রাগোন ৭৭৮ চিপসেট, যেখানে চাইনিজ ভেরিয়েন্তে ছিলেন দাইমন্সিটি ৮২০০ প্রসেসর। এছাড়াও ১২ জিবি রেম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশন।
আর ক্যামেরা হিসাবে থাকতে চলেছে ৫০ মেগা পিক্সেল সনি আইমাক্স সেন্সর, ৮ মেগা পিক্সেলের সনি আল্ট্রা উইড সেন্সর, এবং একটি ৩২ মেগা পিক্সেলের Sony IMX709 তেলেফটো সেন্সর। আর সামনে আছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।