আজ Oppo Reno 8 4G স্মার্টফোনটি মোটামুটি ফিচার নিয়ে ইন্দোনেশিয়ার মোবাইল বাজারে লঞ্চ হল। অসাধারন ডিজাইন ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল Oppo Reno 8 4G স্মার্টফোনটি। এই ফোনে আছে কিছু ভালো মানের ফিচার। আর আমরা সেই ফিচার গুলি নিয়েই আলোচনা করবো। Oppo Reno 8 4G স্মার্টফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অরবিট লাইট এবং Oppo Glow ডিজাইনের সাথে লঞ্চ হয়েছে।
আরও পড়ুন: Vivo V25 Pro 64MP ক্যামেরা ও 66W ফাস্ট চার্জিং থাকা সত্বেও কেনো কেউ কিনতে চাইছে না
Oppo Reno 8 4G স্মার্টফোনে 90Hz রিফ্রেস রেট সাপোর্টের সাথে 6.43 ইঞ্চির একটি FHD+ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। সাথে DCI P3 কালার, 1080*2400 পিক্সেল, 600nits পিক ব্রাইটনেস এবং 180Hz touch sampling রেট সাপোর্ট আছে। যেহেতু স্মার্টফোনটি 4G সেই কারণে এই স্মার্টফোনে Snapdragon 680 4G প্রসেসর ব্যাবহার করা হয়েছে। সাথে LPDDR4X RAM সাপোর্ট এবং UFS 2.2 স্টোরেজ সাপোর্টের পাশাপাশি 5GB ভার্চুয়াল RAM সাপোর্ট।
আরও পড়ুন: 7700 mAh ব্যাটারি ও 2K ডিসপ্লের সাথে ভারতে লঞ্চ হল Motorola Tab G62
ক্যামেরা oppo ফোনের একটি অন্যতম হাইলাইট ফিচার। এই Oppo Reno 8 4G স্মার্টফোনটিতে 64MP এর একটি Sony IMX709 প্রাইমারি ক্যামেরা, 2MP ডেপথ ক্যামেরা এবং আরও একটি 2MP এর ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও 32MP এর সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি।
আরও পড়ুন: ভরতে Samsung Galaxy Z Fold 4, Flip 4 এবং Buds 2 Pro লঞ্চ হল করা দামে
সাথে 33W ফাস্ট চার্জিং সহ 4500mAh ব্যাটারি, WiFi 5.1 সাপোর্ট, 3.5mm jack, NFC, LPDDR4X RAM, UFS 2.2, IPX4, 5GB ভার্চুয়াল RAM, 7.66mm থিক, 182গ্রাম ওজন এবং নতুন Android 12 এবং ColorOS 12.1 সফটও়্যার এর সাথে লঞ্চ হয়েছে Oppo Reno 8 4G স্মার্টফোনটি। Oppo Reno 8 4G স্মার্টফোনে starlight blue এবং dawnlight গোল্ড কালার অপশন এর সাথে লঞ্চ হয়েছে ইন্দোনেশিয়াতে। Oppo Reno 8 4G স্মার্টফোনের 8GB+286GB স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম রাখা হয়েছে প্রায় ₹27,000 টাকা ভারতীয় টাকায়
আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।