শনিবার, মার্চ 25নিউস এখন বাংলায়

Poco C35: মিডিয়াটেক G85 এর সাথে 10000 নিচে 21 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে Poco C35 স্মার্টফোন

শেষ মেষ অবসানের সমাপ্তির পর এবার ১০ হাজার টাকার নিচে আসতে চলেছে পোকো কোম্পানির এই স্মার্টফোন। আমরা একটি বিখ্যাত লিক স্টারের টুইটার হ্যান্ডেল থেকে জানতে পেরেছি Poco C35 স্মার্টফোনের কথা। পোকোর এই স্মার্টফোনে থাকতে চলেছে মিডিয়াটেকের হেলিও জি৮৫ প্রসেসর, একটি এইচডি এলসিডি ডিসপ্লে, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আরো অনেক ফিচার। Poco C35 স্মার্টফোনটি আগামী ২১ ফেব্রুয়ারি ভারতের বাজারে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। চলুন এই স্মার্টফোনে কি কি স্পেসিফিকেশন থাকতে পারে জেনে নিই।

Poco C35 স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

লিক স্টার দিবায়ান রয় এর থেকে জানতে পেরেছি যে এই স্মার্টফোনে ডিসপ্লের জন্য থাকতে চলেছে ৬.৭১ ইঞ্চির এইচডি ডিসপ্লে, সাথে ৫০০ নিটস ফুল ব্রাইটনেস। আর প্রসেসর হিসাবে থাকতে চলেছে মিডিয়াটেকের হেলীও জি৮৫ প্রসেসর। এছাড়াও মাইক্রো ইউএসবি এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর সাপোর্ট থাকতে চলেছে এই Poco C35 স্মার্টফোনে।

আর ফটো ও ভিডিওর জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫০ মেগা পিক্সেলের ক্যামেরা সহ দুটি পিছনের ক্যামেরা। প্রথমটি ৫০ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা, দ্বিতীয়টি ২ মেগা পিক্সেল হতে পারে। আর সেলফি তোলার জন্য এই স্মার্টফোনে দেওয়া হবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আর মোবাইলকে চার্জ করার জন্য আছে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Poco C35 স্মার্টফোনের দাম ও লঞ্চ

অনেক লিক স্টারের মতে Poco C35 স্মার্টফোনের দাম ১০,০০০ টাকার নিচে হতে চলেছে। তবে কেউ কেউ বলছে এই স্মার্টফোনের দাম ভারতীয় টাকায় ₹৮,৯৯৯ টাকা হবে। আর পকো সি৩৫ স্মার্টফোনটি আগামী ২১ ফেব্রুয়ারি poco অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও অন্যান্য সোসিয়াল মিডিয়ার চ্যানেলে লাইভ ইভেন্ট হবে।