বৃহস্পতিবার, মার্চ 23নিউস এখন বাংলায়

50MP ক্যামেরার সাথে ₹৯,৪৯৯ টাকায় ভারতে লঞ্চ হল Poco C55, অন্যান্য ফিচার জানুন

Poco তাদের নতুন বাজেট স্মার্টফোন C55 ভারতের বাজারে ১০ হাজারের কমে লঞ্চ হল। পকোর নতুন স্মার্টফোনে আছে মিডিয়াটেকের হিলিও জি৮৫ প্রসেসর। এছাড়াও এই ফোনে থাকছে ৫০ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ৬.৭১ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। এছাড়াও Poco C55 স্মার্টফোনে থাকছে ৪জিবি ও ৬জিবি রেম এবং ৬৪ জিবি ও ১২৮জিবি স্টোরেজ সিস্টেম। তাছাড়া থাকছে অনেক ফিচার, নিচে দেওয়া হল।

Poco C55 স্মার্টফোনের দাম ও কবে থেকে কিনতে পারবেন

পোকর নতুন বাজেট স্মার্টফোনটি দুটি ভ্যারিয়েন্ট সাথে লঞ্চ হয়েছে ভারতে। ৪জিবি রেম ও ৬৪জিবি স্টোরেজ সিস্টেমের দাম ₹৯,৪৯৯ টাকা এবং ৬জিবি রেম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম ₹১০,৯৯৯ টাকা। আর poco কোম্পানি প্রথম দিনে দিচ্ছে ১,০০০ টাকা ছাড়। অর্থাৎ ৪+৬৪ জিবি ভারিয়েন্ট দাম ₹৮,৪৯৯ টাকা এবং ৬+১২৮ জিবি ভ্যারিয়েন্ট দাম ₹৯,৯৯৯ টাকা। আর আপনি আগামী ২৮ ফেব্রুয়ারি ফ্লিপকার্ট থেকে স্মার্টফোনটি কেনার সুযোগ পাবেন।

Poco C55 স্মার্টফোনের স্পেসিফিকেশন ও অন্যান্য ফিচার

পোকো সি৫৫ স্মার্টফোনে ডিসপ্লে হিসাবে আছে ৬.৭১ ইঞ্চির একটি বড় এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। আর ফোনের চিপসেট আছে মিডিয়াটেক কোম্পানির হেলিও জি৮৫ প্রসেসর। আর এই বাজেট ফোনটি কুল নীল, পাওয়ার ব্লু, কালো এবং ফরেস্ট সবুজ রঙে পাওয়া যাচ্ছে।

আর ফোনের ফটো ও ভিডিও জন্য আছে ৫০ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং আরো একটি ক্যামেরা সেন্সর। ফোনটিতে আছে ৪জিবি ও ৬জিবি রেম ও ৬৪জিবি ও ১২৮জিবি স্টোরেজ। আর ফোনের চার্জ করার জন্য আছে একটি বিশাল ব্যাটারি এবং আরো অনেক ফিচার।