POCO F4 5G SPECIFICATIONS AND LAUNCH DATE: Poco এই কয়েক মাসে অনেকগুলি ফোন লঞ্চ করেছে, সেইগুলির মধ্যে একটি হল Poco F4 5G। আজকে আমরা নিচের article এ এই ফোনের সম্পর্কে আলোচনা করবো। POCO F4 5G BODY: POCO F4 ফোনের ডিজাইন নিয়ে কথা বলতে গেলে বলতে হয় এই ফোনের থিকনেস হবে 7.7mm এবং ওয়েট 195 gram হবে।LAUNCH DATE: Poco F4 5G ফোনটি এই মাসেই ভারতে লঞ্চ হয়ে যাবার কথা। আমাদের WEBSITE টি FOLLOW করে রাখুন নতুন update দ্রুত পাওয়ার জন্য।
READ MORE: iQOO Neo 6 ফোনে কি কি থাকছে? | Tech Burner Unboxing Video
DISPLAY: Poco F4 ফোনে দেওয়া হবে একটি 6.67inch FHD+ E4 AMOLED স্ক্রীন যেটির রিফ্রেস রেট 120Hz এবং সাথে দেওয়া থাকবে Corning Gorilla Glass 5 এর প্রটেকশন এবং এছাড়াও দেওয়া থাকবে Dolby Vision এর সাপোর্ট।
RAM এবং STORAGE: POCO F4 ফোনে থাকবে সুপার ফাস্ট LPDDR5 RAM এর সাপোর্ট এবং UFS 3.1 এর স্টোরেজ সাপোর্ট, যা এই ফোনকে এক অন্য পর্যায়ে নিয়ে যাবে। 6/8/12 GB RAM, 128/256 GB ROM
FULL SPECIFICATION LIST:
DISPLAY – 6.67″ FHD+ E4 AMOLED, 120Hz RR, GG5, Dolby Vision
PROCESSOR , RAM AND STORAGE – Snapdragon 870, UFS 3.1, LPDDR5
REAR CAMERA – 48MP IMX582 OIS+8MP+2MP
FRONT CAMERA – 20MP S5K3T2 front
BATTERY – 4500mAh 67 watt
BODY – 7.7mm thick, 195 gram
OTHER FEATURES – NFC Side FPS X-Axis motor Dual speaker
POCO F4 5G PROCESSOR: এই ফোনে one of the best customize flagship processor Qualcomm Snapdragon 870 দেওয়া হবে। এই প্রসেসরটি 2021-2022 সালের সবচেয়ে জনপ্রিয় কাস্টোমাইজ এর দিক থেকে সেরা প্রসেসর হিসাবে ধরা হয়।
CAMERA: REAR CAMERA: Poco F4 ফোনে থাকবে 48MP এর IMX582 সেন্সর যেটি OIS সাপোর্ট করে এবং একটি 8MP এর Ultra wide ক্যামেরা, এছাড়াও 2MP এর একটি depth ক্যামেরা থাকবে এই ফোনে। FRONT CAMERA: POCO F4 ফোনে 20MP এর একটি S5K3T2 ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
BATTERY: F4 সিরিজের ফোনে POCO কোম্পানি 67W ফাস্ট চার্জিং যুক্ত একটি 4500mAh ব্যাটারি আমাদের সামনে নিয়ে আসবে। PRICE IN INDIA: EXP. Price is around Rs. 28K – 30K
অন্যান্য FEATURE: এই ফোনের অন্যান্য ফিচারগুলো হবে – NFC Side FPS X-Axis motor Dual speaker