পৃথিবীব্যাপী POCO বাজেটের মধ্যে শির্ষস্থান দখল করে আছে সে বিষয়ে কোনো সন্ধয়েও নেই। এখন POCO তার নতুন ফোন POCO M4 PRO বিশ্বজুড়ে লঞ্চ করে দিয়েছে, যেটা কিনা এই বছরের সেরা এক বাজেট স্মার্টফোন হতে চলেছে।
তাদের আগের বছরের POCO M3 PRO থেকেও এটিতে থাকবে দ্রুতগতি সম্পূর্ণ চার্জিং সিস্টেম, বড় ও উজ্জ্বল ডিসপ্লে, উন্নত রিয়ার ক্যামেরা, স্টেরিও স্পিকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি হবে সবচেয়ে কম দামের মধ্যে। চলুন জেনে নেই এই ফোনে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:-
এখন আসি প্রসেসরের কোথায়, যেটাকে যেকোনো মোবাইলের হৃৎপিণ্ড বলা হয়।
CPU সম্পর্কে:এখানে Dimensity 810 5G চিপসেট ব্যাবহার করা হয়েছে, যা আগের M3 Pro এর Dimensity 700 এর তুলনায় অনেকটা দ্রুতগতি সম্পূর্ণ।
GPU সম্পর্কে:
এখানে GPU এর ক্ষেত্রেও অনেক বেশি না তবে কিছুটা ফাস্ট Dimensity 810 আগের জেনারেশনের Dimensity 700 এর তুলনায়।
CAMERA DETAILS:
এবার আসি ক্যামেরা সম্পর্কে ডিটেইলসে জানবো। 50+8MP শাওমি এবার 2MP ডেপথ কিংবা ম্যাক্রো সেন্সর পুরোপুরি বাতিল করে POCO M4 PRO তে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা উইড ক্যামেরা প্রোভাইড করেছে।সামনের ক্যামেরা সিঙ্গেল 16MP f/2.45 আপেরটারের সঙ্গে থাকবে।
BATTERY DETAILS: এবার আসি ব্যাটারির কথাই। নতুন POCO M4 PRO তে থাকছে 33W ফাস্ট চার্জিং সহ 5,000 mAh ব্যাটারি, যেটা বক্সের মধ্যেই থাকবে। পকো কোম্পানি প্রমিজ করেছে এটা একবার ফুল চার্জ হতে মাত্র 59 মিনিট বা 1 ঘণ্টা সময় লাগবে, যা সত্যিই খুব ভালো খবর।
Prize Details: শেষ পর্যন্ত সবচেয়ে গুরত্বপূর্ণ POCO M4 PRO এর প্রাইজ এর কথাই আসা যাক। আশা করা হচ্ছে 6/64GB 18,000 হাজারের মধ্যে থাকবে।
Xiaomi Poco M4 Pro 5G স্পেসিক্স এক নজরে:
বডি: 163.6×75.8×8.8mm, 195g;
সামনে গরিলা গ্লাস 3 প্রটেকশন, পিছনে প্লাস্টিক, প্লাস্টিক ফ্রেম, ধুলো এবং জলের ফোটার সুরক্ষার জন্য IP53-রেট দেওয়া হয়েছে।
ডিসপ্লে: 6.60″ IPS LCD, 90Hz, 450 nits (typ), 1080x2400px রেজোলিউশন, 399ppi এর সাথে 20:9 অ্যাসপেক্ট রেশিও।
চিপসেট: MediaTek Dimensity 810 5G (6 nm): Octa-core (2×2.4 GHz Cortex-A76 & 6×2.0 GHz Cortex-A55); Mali-G57 MC2।
মেমরি: 64GB/4GB RAM, 128GB/6GB RAM; UFS 2.2; মাইক্রোএসডিএক্সসি।
OS/সফ্টওয়্যার: Android 11, MIUI 12.5।
পিছনের ক্যামেরা: প্রশস্ত (প্রধান): 50 MP, f/1.8, 26mm আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল: 8 MP, f/2.2, 119˚।
সামনের ক্যামেরা: 16 MP, f/2.5।
ভিডিও ক্যাপচার: রিয়ার ক্যামেরা: 1080p@30/60fps; সামনের ক্যামেরা: 1080p@30fps।
ব্যাটারি: 5000mAh; দ্রুত চার্জিং 33W, 100% 59 মিনিটে।
সিকুরিটি: ফিঙ্গারপ্রিন্ট রিডার (পাশে); ইনফ্রারেড পোর্ট; 3.5mm জ্যাক।
অন্যান্য ফিচার:
এই ফোনে অন্যান্য ফোনের মতো দিয়া আছে ধুল, বালি ও জলের ছিটার জন্য IP53 সার্টিফিকেট। এর মানে এই ডিভাইসটি হালকা বৃষ্টিতে ভিজে গেলেও কোনো সমস্যা হবে না।
কিছু cons সম্পর্কে জেনে নিই:
নতুন এই ফোনটিতে এবার থাকবেনা কোনো ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরা। এটার ওজন প্রায় 195 গ্রাম যা অন্যান্য ফোনের তুলনায় কিছুটা ভারী মনে হয়।