10 থেকে 20,000 টাকার মধ্যে স্মার্টফোন মার্কেটে অনেকগুলো সেরা সেরা স্মার্টফোন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা আপনাদের জন্য 20,000 টাকার মধ্যে সেরা ফোনটি নিয়ে এসেছি। এর আগে আমরা 10,000 টাকার মধ্যে সেরা ফোন নিয়ে আলোচনা করেছি। চাইলে আপনারা দেখতে পারেন উপরের লিংক এ ক্লিক করে। 20,000 টাকার মধ্যে সেরা গেমিং ফোনটি হল Poco X4 Pro 5G ফোন। এই স্মার্টফোনের কিছু ফিচার আছে যা 20000 টাকার মধ্যে আর কোনো স্মার্টফোনে পাওয়া যায়না। দেখে নিন কেমন ফিচার আছে এই মোবাইল। এই স্মার্টফোনের দাম 18,999 টাকা।
আরও পড়ুন: নোকিয়া নিয়ে আসলো Nokia 110 4g ফিচার ফোন সাথে আরো অনেক নতুন ফিচার
ডিসপ্লে এবং চিপসেট: Poco X4 Pro 5G স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির একটি FHD+ AMOLED ডিসপ্লে সাথে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টও আছে। আমলড ডিসপ্লে থাকায় ঘরের বাইরে যতেষ্ট ভাবে মোবাইল চালানো সহজ হয়। Poco X4 Pro 5G ফোনে সনাপড্রাগন এর থেকে নতুন বাজেট প্রসেসর Qualcomm Snapdragon 695 চিপসেট ব্যাবহার করা হয়েছে। যেটি গেমিং এর জন্য সেরা একটি বাজেট চিপসেট। এছাড়াও থাকছে 6GB RAM এবং 64/128GB স্টোরেজের সাপোর্ট।
আরও পড়ুন: Whatsapp এর নতুন ‘Login Approval’ ফিচার | WhatsApp hack করা হবে অসম্ভব
ক্যামেরা ও ব্যাটারি: Poco X4 Pro 5G স্মার্টফোনে 64MP+8MP+2MP এর তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ ব্যাবহার করা হয়েছে। প্রথমটি 64MP এর প্রাইমারি ক্যামেরা, 8MP এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP এর একটি ডেপথ ক্যামেরা দেওয়া হয়েছে। 67W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে 5000mAh ব্যাটারি পুরো দিন চালানোর জন্য।
আরও পড়ুন: Galaxy Buds 2 Pro । Earbuds হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যাবে খুব সহজে
ভালো ও মন্দ: Poco X4 Pro 5G ভালো দিক গুলির মধ্যে 67W ফাস্ট চার্জিং এবং অত্যন্ত উজ্জ্বল অ্যামোলেড ডিসপ্লে এছাড়াও 64MP ক্যামেরা ও 5000mAh ব্যাটারি। / মন্দ ফিচারগুলোর মধ্যে প্রসেসর আরো ভালো হতে পারত। এছাড়াও আজকের দিনে অ্যান্ড্রয়েড 11 সফটওয়্যার।
আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।