কিছুদিন আগেই Realme কোম্পানির থেকে একটা লিক জানা গিয়েছিল যে তারা Coca Cola কোম্পানির সাথে হাত মিলিয়ে একটি স্মার্টফোন আনবে। ঠিক সেই কথা মত এবার রিয়ালমি তাদের Realme 10 Pro Coca Cola এডিশন স্মার্টফোন লঞ্চ করলো ভারতে। এই নতুন স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লের সাথে 108 MP ক্যামেরা সহ বিভিন্ন ফিচার আছে। এবার Realme 10 Pro 5G Coca-Cola Edition স্মার্টফোনের দাম ও ফিচার গুলি জেনে নিন।
Realme 10 Pro Coca-Cola Edition স্মার্টফোনের স্পেসিফিকেশন
নতুন স্পেশাল এডিশনের স্মার্টফোনটি আগের Realme 10 Pro 5G স্মার্টফোনের ডিজাইনের মতোই আছে, তবে পিছনের Coca-Cola ব্র্যান্ড নাম ও পিছনের মেটাল লাল বডি আছে আলাদা ভাবে। আর নতুন এডিশনের এই স্মার্টফোনের পিছনের ক্যামেরা মডিউল লাল রঙের রিং দিয়ে ঘেরা আছে।
সবসময় স্পেশাল এডিশনের স্মার্টফোনে UI থেকে শুরু করে ডিজাইন পর্যন্ত সমস্ত কিছু প্রায় পরিবর্তন হয়ে থাকে। ঠিক একই রকম ভাবে Realme 10 Pro Coca-Cola Edition স্মার্টফোনে Coca-Cola ভাইব আনার জন্য UI, ডিজাইন, ক্যামেরা ফিল্টার এবং পিছনের লোগো ডিপার্টমেন্টে পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও এই স্পেশাল এডিশনের স্মার্টফোনে Coca Cola রিংটন, স্পেশাল সিম টুল, স্পেশাল বক্স ও নোটিফিকেশন দেওয়া হয়েছে।
Realme 10 Pro Coca-Cola Edition স্মার্টফোনে ইন্টারনাল পার্ট, যেমন ক্যামেরা সেন্সর, ব্যাটারি, প্রসেসর সমস্ত কিছু একই থাকছে। Realme 10 Pro Coca-Cola Edition আছে ৬.৭৮ ইঞ্চির একটি ১২০hz রিফ্রেস রেট সম্পূর্ণ অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও থাকছে Snapdragon 695 চিপসেট, 8 GB রেম, 128 GB স্টোরেজ সাপোর্ট, এবং 8GB এক্সট্রা RAM সাপোর্ট।
Realme 10 Pro Coca-Cola Edition স্মার্টফোনে 108 MP এর একটি প্রধান ক্যামেরা এবং একটি ম্যাক্রো ক্যামেরা আছে, এছাড়াও 16MP এর একটি সেলফি শুটার দেওয়া আছে। আর মোবাইলটিকে পাওয়ার প্রদান করার জন্য 33W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি আছে। এই স্মার্টফোনটি Realme UI 4.0 এবং Android 13 দ্বারা পরিচালিত। Coca cola এডিশনের এই স্মার্টফোনটির অরিজিনাল স্মার্টফোন হল Realme 10 Pro Plus, যেটি 2022 সালে ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল।
Realme 10 Pro 5G Coca-Cola Edition স্মার্টফোনের দাম
Realme 10 Pro 5G Coca-Cola Edition স্মার্টফোনের 8GB+128GB স্টোরেজ সিস্টেমের দাম হল ₹২০,৯৯৯ টাকা। এই স্মার্টফোনটি আগামী ১৪ ফেব্রুয়ারি ফ্লিপকার্ট এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।