Realme কোম্পানির থেকে লঞ্চ হওয়া এই দুটি স্মার্টফোনেই আছে কিছু ভালো ভালো ফিচার। Realme 9i 4G স্মার্টফোনটি আগেই লঞ্চ হয়েছিল কিন্তু আজ কিছু নতুন আপগ্রেড ফিচার নিয়ে বাজারে আসলো Realme 9i 5G স্মার্টফোন। আমরা একে একে এই দুটি স্মার্টফোনের ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে, দাম নিয়ে কথা বলবো এবং সর্বশেষে আমাদের মতামত জানবো।
Realme 9i 4G: Realme 9i 4G ফোনের 4GB+64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম ₹13,499 টাকা। 4GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম 14,499 টাকা এবং 6GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম ₹15,999 টাকা। Realme 9i 4G ফোনে আছে 6.6 ইঞ্চির FHD+ 90Hz রিফ্রেশ রেট সম্পূর্ণ ডিসপ্লে। স্নাপড্রাগণের 680 প্রসেসর, 33W সুপার ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি। Realme 9i 4G ফোনে 50+2+2MP এর তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ আছে, সাথে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Read More: নোকিয়া নিয়ে আসলো Nokia 110 4g ফিচার ফোন সাথে আরো অনেক নতুন ফিচার
Realme 9i 5G: রিয়েলমির এই ফোনের 4GB+64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম ₹14,999 টাকা। 6GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম 16,999 টাকা। Realme 9i 5G ফোনে আছে 6.6 ইঞ্চির FHD+ 90Hz রিফ্রেশ রেট সম্পূর্ণ ডিসপ্লে। মিডিয়াটেক এর MediaTek Dimensity 810 প্রসেসর, 18W সুপার ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি। Realme 9i 5G ফোনে 50+2+2MP এর তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ আছে, সাথে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Read More: ১২০০০ টাকায় সেরা 4টি ক্যামেরা ফোন | best camera phone under 12,000
মতামত: আমরা উপরে দুটি ফোনের ফিচারগুলো দেখলাম। ফিচারগুলো দেখার পর বলতে পারি Realmi 9i 4G ফোনের ফিচারগুলো বেশি শক্তিশালী আবার দাম যতেষ্ট কম আছে। এখনও যেহেতু 5G ভারতে পুরোপুরি ভাবে চালু হয়নি সেহেতু 4G ফোন এখন সবথেকে ভালো অপশন।
Read More: 7700 mAh ব্যাটারি ও 2K ডিসপ্লের সাথে ভারতে লঞ্চ হল Motorola Tab G62
আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।