Realme GT 2 Master Explorer Edition : Realme GT 2 Master Explorer Edition ফোনটি লঞ্চ হওয়ার আগেই কিছু specifications online লিক হয়ে গেছে। এই ফোনের সামনে থাকবে একটি punch hole সেলফি ক্যামেরা ও সাথে মানিকম্ব ডিজাইন দেওয়া থাকবে পিছনে। এই ফোনটি কবে লঞ্চ হবে টা এখনও clear হয় নি তবে আমরা আশা রাখছি আগামী কয়েক সপ্তাহ এর মধ্যে সবকিছু জানা যাবে। এই ফোনের ব্যাটারি সমন্ধে একটি খুব ভালো খবর আসছে এটিতে থাকবে 100W ফাস্ট চার্জিং।
Realme GT 2 Master Explorer Edition specifications:
Official First Look ✅
Realme GT 2 Master Explorer Edition
– 6.7″ FHD+ AMOLED display 120Hz refresh rate
– Snapdragon 8+ Gen 1
– 50MP+50MP+2MP rear
– 16MP front
– 5000mAh battery 100 watt
– Android 12
Metal frame
– 8.2mm thick
199 gram
Read More: Poco X4 GT 5G NBTC certification সাইটে লিস্ট হয়ে গিয়েছে। কিছু leak Features সমন্ধে জেনে নিন
Realme GT 2 Master Explorer Edition Design
GT 2 Master Explorer Edition ফোনের ডিজাইনটি হবে একেবারে অন্যরকম। এই ফোনের চারিদিকে মেটাল ফ্রেম দেওয়া থাকবে, thickness হবে 8.2mm এবং ওয়েট থাকবে 199gram।
Realme GT 2 Master Explorer Edition Price In India
Realme GT 2 Master Explorer Edition ফোনের 8GB+12GB RAM ও 128GB+256GB+512GB মডেলের দাম যতসম্ভব 40,000 টাকার বেশি হবে বলে জানা যাচ্ছে।
এর মানে আমরা বলতে পারি এই ফোনটি ভারতে 40 হাজার থেকে 55 হাজারের মধ্যে লঞ্চ হতে পারে। আর ইউরোপ ভার্সন ফোনের দাম সবসময় বেশি হয়ে থাকে।

Camera System:
এবার এই ফোনের ক্যামেরার সমন্ধে কথা বলতে গেলে বলতে হয় এটিতে থাকবে একটি 50MPএর মেন primary ক্যামেরা যেটিতে OIS এর সাপোর্ট থাকবে, 50MP ultra-wide ক্যামেরা এবং একটি 2MP ক্যামেরা সেন্সর।
আর সামনে থাকবে 16MP এর একটি সেলফি সুটার ক্যামেরা।
Realme GT 2 Master Explorer Edition Display:
Realme GT Neo 3T ফোনে 6.67inch Full HD+ E4 OLED display সাথে থাকবে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট এবং 1300 nits (maybe) peak brightness সাপোর্ট।
এছাড়াও থাকবে 100% DCI-P3 wide color gamut, 106% NTSC color gamut এবং কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রটেকশন
Read More: POCO F4 5G ফোনের launch date ও Specifications লঞ্চ হবার আগে লিক হয়ে গেছে। জেনে নিন তথ্য..
Realme GT 2 Master Explorer Edition Processor:
এই ফোনের ভিতরে আছে একটি Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর যেটি 2022 সালের সবচেয়ে সেরা Optimized ও powerful প্রসেসর হিসাবে ধরা হয়।
এছাড়াও GPU হিসাবে থাকছে Adreno 650 GPU, 8GB RAM ও 12GB ফাস্ট RAM এবং 128GB,256GB এবং 512GB ফাস্ট স্টোরেজের সাপোর্ট।
System UI:
Realme GT Neo 3T ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 12 ও Realme UI 3.0 সিস্টেম পরিচালিত হবে।
এছাড়াও এই ফোনে 5G, WiFi 6, Bluetooth 5.2, NFC এবং একটি USB type C পোর্ট এর সাপোর্ট।
Battery
GT Neo 3T হ্যান্ডসেটে একটি পাওয়ারফুল 4,800mAh, 5,000mAh (11V, 9.1A) ব্যাটারি সাথে 100W ও 150W ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকবে।
Others Specs:
এছাড়াও এই ফোনে Dolby Atmos, Hi-Res audio, VC cooling technology এবং ইন ডিসপ্লে finger print সেন্সর এর সাপোর্ট দেওয়া আছে।
Read More: 13GB RAM ও 128GB স্টোরেজের সাথে লঞ্চ হল Oppo K10 5G মাত্র 17499 টাকায়। জেনে নিন আরো কিছু ফিচার..