Realme কোম্পানি তাদের নতুন ফ্লাগশিপ স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। তাদের নতুন ফ্লাগশিপ স্মার্টফোন Realme GT 3 স্মার্টফোনে থাকতে চলেছে স্নাপড্রেগণ ৮ প্লাস জেন ১ প্রসেসর, ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, ২৪০w ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ অনেক ফিচার। এছাড়াও রিয়েলমী গিটি ৩ স্মার্টফোনে ৬জিবি/৮জিবি/১২জিবি রেম ও ১২৮জিবি থেকে শুরু করে ৫১২জিবি পর্যন্ত স্টোরেজের সাপোর্ট থাকবে। চলুন ডিটেল জেনে নেওয়া যাক রীয়েলমি জিটি ৩ স্মার্টফোনের ভারতে লঞ্চ ডেট, দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে।
Realme GT 3 স্মার্টফোনের ভারতের বাজারে দাম
Realme GT 3 স্মার্টফোনের ভারতের বাজারে সম্ভবত লিক অনুযায়ী ₹৩৫,০০০ টাকার মধ্যে লঞ্চ হতে পারে। তবে এটি শুধু লিক এখনও কনফার্ম হয়নি। সম্ভবত রিয়ালমী জিটি ৩ স্মার্টফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৩৫ হাজার হওয়ার সম্ভবনা বেশি। এই স্মার্টফোনটি সাদা, নীল এবং কালো রঙে লঞ্চ হবে বলে জানা গিয়েছে।
Realme GT 3 স্মার্টফোনের লঞ্চ ডেট
Realme GT 3 স্মার্টফোনটি রিলমির তরফ থেকে আসা একটি ফ্লাগশিপ রেঞ্জের ডিভাইস। এই স্মার্টফোনটি Realme থেকে অফিসিয়াল ভাবে জানা গিয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি MWC 2023 তে স্মার্টফোনটি মুক্তি পাবে।
Realme GT 3 স্মার্টফোনের স্পেসিফিকেশন
রিলমির এই ফ্লাগশিপ স্মার্টফোনে ডিসপ্লের জন্য থাকছে ১৪৪ হার্টস রিফ্রেস রেট সম্পূর্ণ একটি ৬.৭ ইঞ্চির ১.৫k এর অ্যামোলেড ডিসপ্লে। সাথে গরিলা গ্লাসের সাপোর্ট, পিক ব্রাইটনেস সাপোর্ট। এছাড়াও থাকছে IR ব্লাস্টার, ইন ডিসপ্লের ফিঙ্গারপ্রিন্ট, এনএফসি আরজিবি লাইট। ফোনটিতে ৩ডি গ্লাস পিছনের প্যানেলের সাথে সাইবার ব্ল্যাক এবং সাইবার সিলভার রং থাকবে।
ফোনের চিপসেট হিসাবে থাকছে কোয়ালকম Snapdragon 8 plus Gen 1 প্রসেসর। সাথে ৬জিবি/৮জিবি/১২জিবি রেম এর সাপোর্ট ও ১২৮/২৫৬/৫১২জিবি স্টোরেজের সাপোর্ট। আর লিক থেকে জানা গিয়েছে এই স্মার্টফোনের রেম ও স্টোরেজ টাইপ হবে নতুন জেনারেশনের।
এছাড়াও ফোনকে পাওয়ার প্রদান করার জন্য Realme GT 3 স্মার্টফোনে আছে ২৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
আর এই স্মার্টফোনের ক্যামেরাতে আছে ৫০ মেগা পিক্সেল ক্যামেরার সাথে তিনটি রিয়ার ক্যামেরা। প্রথমটি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৯০ প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং দ্বিতীয়টি ৮ মেগা পিক্সেলের আল্ট্রা উইড ক্যামেরা এবং আরেকটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা। আর সামনে ফটো ও ভিডিও জন্য আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।