May 26 বিকালবেলা Realme cell phone 618 ceremony তে Realme GT Neo3 Naruto Edition লঞ্চ করেছে। Officially এই এডিশনের ফোনটিতে পুরোপুরি কাস্টোমাইজেশনে ভর্তি যা এই ফোনকে Cell phone IP Customization এর রাজা বলা হচ্ছে।
Handicraft লেভেলের Customization যা এক্সটার্নাল বক্সি হক কিংবা internal card pin কিংবা সিস্টেম UI হক এগুলি সব naruto elements এর ভিতরে আছে।
Introduction থেকে বোঝা যাচ্ছে Realme GT Neo3 Naruto Edition এর ফোনটি পোলিশ 17 মাস ধরে করার পর লঞ্চ করা হয়েছে। GT Neo3 এর আগে দলটি design করতে শুরু করে এই কাস্টম লেভেলের ফোনটিকে, এটিকে থাকছে এখন ultra level Customization এর ফিচার।
Read more: Redmi Note 11T ও Buds 4 Pro সিরিজের অনেক তথ্য বেরিয়ে এল …
Naruto Limited Edition এর ফোনটি বিভিন্ন কালারের করার কোনো যুক্তি আসে যা ,তাই দলটি এই কাস্টম ভার্সনকে এক leather finish দিয়েছে যাতে করে এই ডিজাইনটি সঠিক ভাবে বজায় থাকে।
ফোনটিকে পাকিজিং করা হয়েছে leather material Shinobi scroll shape এবং সবার পছন্দের পিছনে একটি naruto logo দেওয়া হয়েছে।
Realme GT Neo3 Naruto Edition Body:

ফোনের বডির ডিজাইন দিকে দেখলে এটিতে বিভিন্ন রকমের elements দিয়ে ভর্তি করা হয়েছে যেমন, লেদার , কাঠের ব্যাবহার দেখা যাচ্ছে এটি উপরের দিকে, পুরো বডির বিভিন্ন অংশে Naruto ফিচার, whirlpool, ইউনিক অরেঞ্জ কালারের ভান্ডার রয়েছে।
Officials এই লিমিটেড এডিশনের ফোনে একটি দামী AG glass ব্যাবহার করেছে , যেটি glossy, matte এবং metallic তিনটি ম্যাটেরিয়ালস এর সংমিশ্রণে তৈরি। লিমিটেড এডিশনের এই ফোনটির জন্য কিবা কার্ড পিন, পাওয়ার adapter, data cable এবং অন্যান্য অ্যাক্সেসরিজ তৈরি করা হয়েছে full কাস্টোমাইজেশনের সাহায্যে।
অবশ্যই সিস্টেমের Customization খুবই প্রয়োজনীয় তাই এই এডিশনের ফোনটিতে তিনটি Naruto classic wallpapers ব্যাবহার করা হয়েছে, 84 অ্যাপ আইকন এবং পাঁচটি চার্জিং অ্যানিমেশনের shadow চক্র দেওয়া হয়েছে।
GT Neo3 Naruto Edition টি পুরো worldwide মাত্র 5000 টি ইউনিট আছে 12GB+256GB এর সাথে।