রিয়ালমি তাদের জিটি নিও সিরিজের ৫ নম্বর স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই Realme GT Neo5 SE স্মার্টফোনের স্পেসিফিকেশন ফাঁস হল। রিলমীর নতুন স্মার্টফোনে থাকতে চলেছে সনাপদরাগণ এর নতুন ৭ প্লাস জেন ১ প্রসেসর, ১.৫k ডিসপ্লের সাথে আরো ফিচার। স্মার্টফোনটি আগামী সপ্তাহের MWC ইভেন্টে লঞ্চ হতে চলেছে। লঞ্চ হওয়ার আগেই সমস্ত স্পেসিফিকেশন দেখে নিন।
Realme GT Neo 5 SE সিরিজের প্রসেসর
রিয়ালমির নতুন স্মার্টফোন মডেল নম্বর সহ (SM7475) প্রসেসর ফাঁস হল। বিভিন্ন লিক থেকে জানা যাচ্ছে এই স্মার্টফোনে থাকতে চলেছে স্নাপদরাগন ৭ প্লাস জেন ১ প্রসেসর। ফোনের প্রসেসরের Antutu স্কোর 10,29,731, যা অনেক স্নাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরের স্মার্টফোনের থেকে বেশি স্কোর।
স্নাপডরাগণ আগামীতে তাদের ৭ প্লাস জেন ২ প্রসেসর লঞ্চ করার প্ল্যান করছে। যেটি বর্তমানের ৭ প্লাস জেন ১ এর থেকে অনেক বেশি দ্রুত হবে এবং আগামীতে লঞ্চ হওয়া দিমেন্সিতি ৮৩০০ প্রসেসরের থেকেও বেশি দ্রুত হবে বলে জানা যাচ্ছে।
Realme GT Neo 5 SE স্মার্টফোনের স্পেসিফিকেশন
রিলমি জিটি নতুন স্মার্টফোনের ডিসপ্লে হিসাবে থাকছে মাঝের punch hole cut আউটের সাথে১.৫k অ্যামোলেড ডিসপ্লে। আর থাকছে ৬৪ মেগা পিক্সেলের Omnivision OV64M ক্যামেরা সেন্সর। আর ফোনকে পাওয়ার দেওয়ার জন্য আছে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ mAh ব্যাটারি। ফোনটির দাম ভারতীয় টাকায় ₹২৫,০০০ টাকার নিচে হবে বলে জানা গিয়েছে।